Image

বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি

বিশেষ প্রতিনিধি: ‘সুস্থ সবল জীবন গড়ি, সচেতন খাবার গ্রহণ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জের ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।

সাতক্ষীরা জেলার বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের আয়োজনে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের জহুরুল হক অডিটোরিয়ামে সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১২ টায় প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপঙ্কর দত্ত। বক্তারা প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন। পরে নিরাপদ খাদ্য বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও পাঁচজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভীন, সিনিয়র শিক্ষক ব্রজেন মন্ডল, সুব্রত সরকার, সহকারী শিক্ষক আব্দুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, প্রসেনজিৎ রায়, দেবপ্রসাদ পালিত, স্বপ্না সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।