সৈয়দপুরে বহুল প্রতীক্ষিত হাতীখানা-ক্যান্টবাজার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
- Jul 07 2024 13:41
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে পৌরবাসীর বহুল প্রতীক্ষিত হাতীখানা-ক্যান্টবাজার ড্রেন নির্মাণের কাজ রবিবার (৭ জুলাই) বেলা ৩ টায় উদ্বোধন করা হয়েছে। এ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি নীলফামারী -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক ও সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান ফিতে কেটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সানিজদা বেগম লাকি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, নীলফামারী জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শাহ নেওয়াজ শানু, জাতীয় পার্টি নেতা রাকিব খান, পৌর কাউন্সিলর বেলাল আহমেদ, মহিলা কাউন্সিলর ইয়াসমিন পারভিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আযম আলী সরকার, উর্দুভাষী ক্যাম্প কমিটির নেতা মুলায়েম খান প্রমুখ। পৌরসভার সুত্র জানায়, এক হাজার ৮০০ ফুট দৈর্ঘ্যের আরসিসি এই ড্রেন নির্মাণে পৌরসভার ব্যয় হচ্ছে কোটি টাকার কাছাকাছি। এই ড্রেনটির নির্মাণের কাজ শেষ হলে বাসাবাড়ির পয়ঃনিস্কাশন হাতিখানা, হাতিখানা ক্যাম্পসহ বিভিন্ন এলাকার কমপক্ষে ৫০ হাজার পৌরবাসী উপকৃত হবে। পাশাপাশি এলাকার জলাবদ্ধতা নিরসনে উপকৃত হবে তাঁরা। সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বলেন, শহরের হাতিখানা থেকে শুরু করে রাজ্জাকিয়া স্কুল হয়ে ক্যান্ট বাজার এলাকাটি বর্ষার সময় জলজটে পূর্ণ থাকে। ওই ড্রেন নির্মাণ হলে জলজটে স্থায়ী সমাধান হবে। তিনি বলেন, নানাবিধ সমস্যার মধ্যেও পৌর পরিষদ সৈয়দপুর পৌর এলাকার উন্নয়নে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। শহরের প্রধান প্রধান সড়কগুলোর উন্নয়নে সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে তাদের। জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) এটি অনুমোদন হলেই কাজ শুরু হবে।
আরো সংবাদ
সৈয়দপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
- Jul 07 2024 13:41
কালিগঞ্জের বসন্তপুর সীমান্তে যাত্রা শুরু করলো ‘রিভার ভিউ ক্যাফে কর্ণার’
- Jul 07 2024 13:41
সুনামগঞ্জেৱ দুলভারচরে বহু বছরের দখলবাজি, চাঁদাবাজির অভিযোগ
- Jul 07 2024 13:41
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






