শীতার্তদের মুখে হাসি ফোটালো সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব
- Jan 01 2026 13:38
আবু হাসান: শীতার্ত অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে কম্বল বিতরণ করেছে সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী, দুস্থ, এতিম ও বয়স্ক মানুষের হাতে কম্বল তুলে দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার।
তিনি বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর পাশাপাশি সাংবাদিক সমাজ প্রায়ই অনেক মানবিক কার্যক্রম পরিচালনা করেন। অসহায় শীতার্ত মানুষকে উষ্ণতা প্রদানের লক্ষ্যে রিপোর্টার্স ক্লাব কম্বল বিতরণের যে উদ্যোগ নিয়েছেন সেটি নি:সন্দেহে একটি মহৎ কাজ।
নিজস্ব অর্থায়নে রিপোর্টার্স ক্লাব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর প্রচেষ্টার জন্য উপজেলা নির্বাহী অফিসার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং এ ধরণের কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন।
এ সময় রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, সহ-সভাপতি সহকারী অধ্যাপক জেহের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, অর্থ সম্পাদক মো. শের আলী, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, সদস্য সহকারী শিক্ষক আফজাল হোসেন, শেখ শরিফুল ইসলাম, আবু বক্কর সিদ্দীক, লাভলু আক্তার, তাজুল হাসান সাদ, জাহাঙ্গীর আলম শেখ ফারুক হোসেনসহ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
কালিগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- Jan 01 2026 13:38
শীতার্তদের মুখে হাসি ফোটালো সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব
- Jan 01 2026 13:38
হরিণটি পুনরায় সুন্দরবনে অবমুক্ত করল বন বিভাগ
- Jan 01 2026 13:38
সৈয়দপুরে বিএনপি কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা
- Jan 01 2026 13:38
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





