Image

সৈয়দপুরে দুইটি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার দুইটি সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। মঙ্গলবার ( ৯ জুলাই) দুপুরে ফিতা কেটে পৌর এলাকার ছমির উদ্দিন লেন ও হাজী চেতনা লেনের ওই সড়ক দুইটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী- ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক। এ সময় সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী, নীলফামারী জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান লিটন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীন আকতার শাহীন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, নাদের এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আলহাজ্ব মো. শাহনওয়াজ হোসেন সানু, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মো. রাকিব খান, বীমা কর্মকর্তা মো. নকিবুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, পৌরসভার ৭ নং ওয়ার্ডের ছমির উদ্দিন লেন সড়কের ২৫০ মিটার এবং ৮ নং ওয়ার্ডে হাজী চেতনা লেন সড়কের ১৯৫ মিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে যথাক্রমে প্রায় ২৭ লাখ টাকা ও ৩৩ লাখ টাকা। এ দুইটি সড়ক নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাতা কুশলী ও রুমানা এন্টারপ্রাইজ।