Image

ইনশাল্লাহ্ আমরা দেশ গঠন করবো: নাটোরে এনসিপি’র আহ্বায়ক নাহিদ

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাটোরের বড়াইগ্রামের বনপাড়াতে এক পথসভায় বক্তব্য প্রদান করেন। এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার বিকেলে বনপাড়া কালিকাপুর বাইপাসে অনুষ্ঠিত পথসভায় বলেছেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বনপাড়াকে এনসিপি’র ঘাটি করে গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, আমরা এখানকার সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যাকান্ড এই সবকিছুর বিচার চাই, এ সব কিছু নির্মূলে জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। জুলাই গণঅভ্যুত্থান ও বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেন, জুলাই এর গণঅভ্যুত্থানে বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমরা নেমেছিলাম, আমরা এখন চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশের দাবিতে  রাজপথে নেমেছি। গত ২৬ জুন বড়াইগ্রামের ৯ বছর বয়সী শিশু আবীর হত্যার কথা তুলে ধরে তিনি বলেন, অবশ্যই এই শিশু হত্যার আসামীদের  দ্রুত গ্রেফতার ও বিচার করতে হবে। এই হত্যার দ্রুত বিচার দাবি করছি। এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত জনতার উদ্দেশ্যে এ সময় দৃঢ় কন্ঠে বলেন, ইনশাল্লাহ্ আমরা দেশ গঠন করবো। দেশ গঠনের লক্ষ্যে এই জুলাই পদযাত্রা। আগামী ৩০ জুলাই এর মধ্যে ৬৪টি জেলায় পদযাত্রা শেষ করবো। 

এর আগে দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে (স্বাধীনতা চত্বরে) পথসভায় এক বক্তব্যে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানে আমার ভাই-বোন শহীদ হয়েছেন। তাদের শহীদি মর্যাদা নিশ্চিত করতে হবে। সংবিধানে তাদের স্বীকৃতি থাকতে হবে। সেজন্য প্রয়োজন আমাদের জুলাই সনদ। যেসব মানুষ গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিলেন, তাদের জুলাই সনদ ও স্বীকৃতি দিতে হবে। সেজন্য আমরা কোনও ধরনের টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেবো না। গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদদের সঙ্গে কোনও আপস করিনি, দেশ গঠনে আমরা কারও সঙ্গে আপস করবো না। নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবেন।’

পদযাত্রাকালে অনুষ্ঠিত পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, নাটোর জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুল মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।