
হৃদয়ে সৈয়দপুরের সহযোগিতায় নতুন টিনের ঘর পেলেন অসহায় বিধবা আম্মাতোন
- Jul 07 2025 14:34
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর'র সহযোগিতায় নতুন একটি টিনের ঘর পেয়েছেন অসহায় বিধবা আম্মাতোন খাতুন। ওই ঘর পেয়ে তাঁর চোখে মুখে আনন্দ ঝিলিক। সংগঠনটির সদস্যদের জন্য দু হাত তুলে মহান আল্লাহতায়ালার কাছে হাত তুলে দোয়া করেছেন তিনি। রবিবার (৬ জুলাই) বিকেলে ঘরটি তাঁর কাছে হস্তান্তর করা হয়।
৬০ বছর বয়সী বিধবা আম্মাতোন খাতুনের বসবাস সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামে। ওই গ্রামের আব্দুল গফুর এর স্ত্রী তিনি। তাঁর স্বামী মারা যায় বছর দুয়েক আগে তাঁর একমাত্র মেয়ে লাল বিবি (২৮)। বিয়ের কয়েক বছরের মাথায় তাঁরও স্বামী মারা যান। এ অবস্থায় তাঁর ঠাঁই হয় অসহায় বিধবা মায়ের বাড়িতে।
বিধবা মায়ের জীর্ণশীন ভাঙ্গা ঘরে আট বছরের পুত্র মো. লাভলুকে নিয়ে বসবাস করেন মেয়ে বিধবা লালবিবিও। বর্তমানে একমাত্র মেয়ে ও নাতিকে নিয়ে অভাবী সংসার আম্মাতোন খাতুনের। বয়সের ভারে তেমন কাজকর্মও করতে পারেন না তিনি। ফলে বিধবা মায়ের অভাবী সংসারে সহযোগিতা করতে মেয়ে লালবিবি খাতুন কাজ নেন স্থানীয় একটি কোম্পানিতে। সেখান থেকে যৎসামান্য আয় দিয়ে ছেলে ও বিধবা বৃদ্ধা মাকে নিয়ে খেয়ে না খেয়ে কোন রকমে দিন অতিবাহিত করছেন তারা। অপরদিকে বিধবা আম্মাতোনের মাথা গুজবার এক মাত্র ঘরটিও ভেঙ্গে জীর্ণশীন হয়ে হেলে পড়েছে। কিন্তু কিভাবে ঘর মেরামত করবে ? মেয়ে লালবিবির আয়ে যেখানে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা, সেখানে ঘর মেরামত করার চিন্তায় মা ও মেয়ে কোন কুল কিনারাই পাচ্ছে না।
এ অবস্থায় কোন কুলকিনারা না পেয়ে তিনি (আম্মাতোন খাতুন) শরণাপন্ন হন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর'র কামারপুকুর শাখার সাধারণ সম্পাদক হৃদয় ইসলামের। তিনি বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় সভাপতিসহ অন্যান্য সদস্যদের অবগত করেন। পরে তারা সংগঠনের পক্ষ থেকে নতুন একটি টিনের ঘর করে দেয়ার উদ্যোগ নেন। যেই সিদ্ধান্ত সেই কাজ। সংগঠনের সদস্যরা অসহায় বিধবা বৃদ্ধা আম্মাতোনের জন্য নতুন একটি ঘর তৈরি করেন। রবিবার (৬ জুলাই) অসহায় আম্মাতোন খাতুনকে নতুন টিনের ঘর উপহার হিসেবে তুলে দেয় হৃদয়ে সৈয়দপুর সংগঠন। ঘরটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন করতে গিয়ে সংগঠনের উপদেষ্টা লক্ষণপুর স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সমাজসেবক ও ব্যবসায়ী রবিউল আউয়াল রবি, বুলবুল সরকার, আব্দুর রাজ্জাক রাজু, আজাদ মিয়া, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জোবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল, উপজেলা সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক মমিনুর রহমান, কামারপুকুর ইউনিয়ন সভাপতি রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক হৃদয় ইসলাম, কাশিরাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আতিকুল ইসলামসহ মেসকাত হৃদয়, তহিদুল ইসলাম, জনি সরকার, রুবেল ইসলাম, রাব্বানী ইসলাম, নাদিম ইসলাম, ইয়াসির আরাফাত, সামিউল ইসলাম, আকাশ, রাজু, সাজু ইসলাম, সাব্বির ইসলাম, সবুজ ইসলাম প্রমুখ।
হৃদয়ে সৈয়দপুর সংগঠনের কামারপুকুর ইউনিয়ন শাখার সভাপতি রুবেল ইসলাম জানান, বিধবা বৃদ্ধা আম্মাতোন খাতুন তাঁর বিধবা মেয়ে ও নাতিকে নিয়ে খুবই কষ্টে জীবনযাপন করেছেন। সামান্য বৃষ্টি হলেই তাঁর জীর্ণ শীণ ঘরে পানি পড়তো। আমরা সার্বিক দিক বিবেচনা করে ঘরটি তৈরি করে দিয়েছি।
সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মমিনুর রহমান জানান, আমরা গেল সাত বছর ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। আমরা এই সময়ের মধ্যে সমাজের গরীব অসহায় পরিবারের মেয়ের বিয়ের ব্যবস্থা ও অনুষ্ঠান আয়োজন, গণ সুন্নতে খাৎনা, ছাগল বিতরণ, মালামালসহ দোকান ঘর তৈরি করে হস্তান্তর, সেলাইমেশিন বিতরণ, হুইল চেয়ার বিতরণসহ অসহায় দরিদ্রদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছি।
আরো সংবাদ
কালিগঞ্জের নলতায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় জলাবদ্ধতা
- Jul 07 2025 14:34
কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ভূরুঙ্গামারী থানার আল হেলাল মাহমুদ
- Jul 07 2025 14:34
শহীদ জিয়ার ৪৪ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে কৃষক দলের বৃক্ষরোপণ
- Jul 07 2025 14:34
ইনশাল্লাহ্ আমরা দেশ গঠন করবো: নাটোরে এনসিপি’র আহ্বায়ক নাহিদ
- Jul 07 2025 14:34
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July