
শহীদ জিয়ার ৪৪ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে কৃষক দলের বৃক্ষরোপণ
- Jul 08 2025 09:55
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বহুদলীয় গণতন্ত্রের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সৈয়দপুর উপজেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৭ জুলাই) বিকেলে সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের তত্বাবধানে কিশোরগঞ্জ উপজেলা কৃষক দল কিশোরগঞ্জ সদর ইউনিয়নে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ও রোপণের মাধ্যমে ওই কর্মসূচি পালন করে। কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ইনসান আলী আক্কাস। কিশোরগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মো. তৌহিদুর রহমান তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য কৃষিবীদ পারভীন আক্তার ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির অন্যতম নেতা কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শওকত হায়াত শাহ। এ আয়োজনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের সভাপতি মো. মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু।
কিশোরগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক মো. মোরশেদুল ইসলাম মোর্শেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলফ্রেড টিটো চৌধুরী ও জেলা কৃষক দলের সদস্য মো. আনোয়ারুল ইসলাম আনারুল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মো. সোনা মিয়া, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম,
দপ্তর সম্পাদক শিমুল ইসলামসহ সৈয়দপুর রাজনৈতিক জেলা ও কিশোরগঞ্জ উপজেলা কৃষক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
এ সময় কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান চত্বরে নারিকেল , আম , কাঁঠাল গাছসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
জেলা কৃষক দলের সভাপতি মো. মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু জানান,কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে সংগঠনের নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। এরই অংশ হিসেবে সোমবার কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান চত্বরে নানা প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে একই কর্মসূচি পালন করে সংগঠনটি। তিনি বলেন বৃক্ষরোপণ ছাড়াও কৃষক দল জনকল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। যা ভবিষ্যতে অব্যাহত থাকবে। তিনি বলেন, একইসাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বিষয়গুলো জনগনের সামনে তুলে ধরতে সংগঠনের নেতাকর্মীরা গ্রামগঞ্জে চষে বেড়াচ্ছে।
আরো সংবাদ
নাটোরে এনসিপি’র মঞ্চে এসে শিশু আবীর হত্যার বিচার চাইলেন মা-বাবা
- Jul 08 2025 09:55
কালিগঞ্জের নলতায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় জলাবদ্ধতা
- Jul 08 2025 09:55
কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ভূরুঙ্গামারী থানার আল হেলাল মাহমুদ
- Jul 08 2025 09:55
শহীদ জিয়ার ৪৪ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে কৃষক দলের বৃক্ষরোপণ
- Jul 08 2025 09:55
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July