
বড়াইগ্রামে শতাধিক দুস্থ, প্রতিবন্ধী ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানকে অনুদান প্রদান
- Jul 15 2024 12:26
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ১০০ দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিকে প্রতিজন ৫ হাজার টাকা করে সর্বমোট ৫ লক্ষ টাকা ও ২০টি ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে আরও ১২ লক্ষ ৭৬ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক ২০২৩-২৪ অর্থ বছরের মঞ্জুরীকৃত অনুদানের আওতায় দুস্থ ও প্রতিবন্ধীদের এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় ধর্মীয় প্রতিষ্ঠানে এ অনুদান প্রদান করা হয়। সংরক্ষিত নারী আসন (নাটোর-নওগাঁ) এর সংসদ সদস্য এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক ও নগদ অর্থ বিতরণ করেন। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ভুট্টো ও চামেলী বেগম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আ'লীগের প্রচার ও গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা সমাজ সেবা অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সুধীসমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সুবিধাভোগীরা।
আরো সংবাদ
ডুমুরিয়ায় ১শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আমিনুল গ্রেপ্তার
- Jul 15 2024 12:26
পাইকগাছায় জমি নিয়ে মালিক ও বর্গাদারের মধ্যে বিরোধ, অপপ্রচারের অভিযোগ
- Jul 15 2024 12:26
সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- Jul 15 2024 12:26
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত
- Jul 15 2024 12:26
সৈয়দপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী শোডাউন
- Jul 15 2024 12:26
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July