Image

দেবহাটায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, শিক্ষা উপকরণ ও হুইল চেয়ার বিতরণ

জি এম আব্বাস উদ্দিন: ১৬ জুলাই বেলা ১১ টায় দেবহাটা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সমাজসেবা  কর্মকর্তা অধীর কুমার গান এর সঞ্চালনায় ২১ দুস্থ ব্যক্তিকে ৫ লক্ষ ৬৭ হাজার টাকার সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, ৪ প্রতিবন্ধীকে হুইল চেয়ার, একজন অসহায়কে ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এছাড়াও উপজেলা সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে পিছিয়ে পড়া ৫০ হতদরিদ্র পরিবারের মেধাবী সন্তানকে ১ রীম করে কাগজ ও ১২ টা করে কলম বিতরণ করা হয়।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।

প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক সাতক্ষীরা সন্তোষ কুমার নাথ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ প্রমুখ।