
অর্থাভাবে অনিশ্চয়তায় ক্যান্সারে আক্রান্ত শিশু রাফির চিকিৎসা
- Sep 02 2024 18:07
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : যে বয়সে তার খেলাধুলায় মত্ত থাকার কথা, সহপাঠী বন্ধুদের সঙ্গে পিঠে বইয়ের ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার কথা। সে বয়সে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে দিন পার করছে ছোট শিক্ষার্থী রাফি। বর্তমানে অর্থাভাবে পিতৃহারা রাফির চিকিৎসা থেমে যাওয়ার পথে। অথচ রাফিকে ভারতে নিয়ে গিয়ে সার্জারি করার পরামর্শ দিয়ে চিকিৎসক। এ জন্য প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন। জানা গেছে, সৈয়দপুরের পার্শ্ববর্তী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের মছে হাজীপাড়ার মৃত. আনিস মন্ডল ও রেজোয়ানা আক্তার দম্পতির একমাত্র ছেলে রাফি। সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রোবায়েত মন্ডল রাফি। কিছুদিন আগে সে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে। পরে বিভিন্ন পরীক্ষা নীরিক্ষায় ধরা পড়ে সে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। গত ৬ মাস থেকে এ পর্যন্ত রাফিকে চারটি কেমোথেরাপি দেওয়া হয়। এতে প্রায় ১২ লক্ষ টাকার মতো খরচ হয়েছে তাঁর পরিবারের। পুরোপুরি সুস্থ হতে এখন তাকে ভারতে নিয়ে গিয়ে সার্জারি করাতে হবে।
এদিকে, গত ২৪ আগস্ট পরিবারের একমাত্র উপার্জন করাসহ সুখ দুঃখের সাথি রাফির বাবা আনিস মন্ডল (৪০) সৈয়দপুর- পাবর্তীপুর আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী বাজারে এক দূর্ঘটনায় মারা যান। সহায় সম্পদ যা ছিল রাফির চিকিৎসা সেটুকুও প্রায় শেষ। পরিবারের জন্য সহায় সম্বল বলতে তেমন কোন কিছু নেই এখন। এ অবস্থায় অর্থাভাবে রাফির চিকিৎসা এখন থেমে যাওয়ার পথে। তাকে ভারতে নিয়ে সার্জারি করাতে হবে। আর এজন্য কমপক্ষে ১০ লক্ষ টাকা দরকার। যা তাঁর গৃহিনী মা রেজোয়ানা আক্তারের পক্ষে জোগাড় করা কোনভাবেই সম্ভব নয়। অন্যদিকে, স্বামী হারিয়ে গৃহবধূ রেজোয়ানা আক্তার অনেকটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। অসুস্থ সন্তানের চিকিৎসা কিভাবে করাবেন ? কিভাবে সংসার চালাবেন ? তার কোন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তিনি। এ প্রসঙ্গে রাফির মা রেজোয়ানা আক্তার বলেন, আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো, তাহলে হয়তো আমাকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হতাম না। স্বামীকে তো
হারিয়েই ফেললাম। এখন ক্যান্সারে আক্রান্ত আমার একমাত্র ছেলেকে বাঁচাতে চাই। এ অবস্থায় স্বামীহারা রেজোয়ানা তাঁর একমাত্র ছেলে রাফির জীবন বাঁচাতে সমাজের সহৃদয়বান ও বিত্তবানদের কাছে আর্থিক সাহায্য সহযোগিতা কামনা করেছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা :- রেজোয়ানা আক্তার, গ্রাম : বেলাইচন্ডী মছে হাজীপাড়া, পার্বতীপুর, দিনাজপুর। মোবাইল: ০১৭৯৪-৫৪৪৭৯১ (বিকাশ/নগদ)।
আরো সংবাদ
শ্যামনগরে মৎস্য ঘের দখলের পাঁয়তারা
- Sep 02 2024 18:07
শ্যামনগরে জামায়াত নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- Sep 02 2024 18:07
১৮দিন কিশোরীকে আটক রেখে ধর্ষণ, সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার
- Sep 02 2024 18:07
কালিগঞ্জের নলতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অফিস উদ্বোধন ও গণ ইফতার
- Sep 02 2024 18:07
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July