Image

শ্যামনগরে বেধড়ক মারপিটে ইটভাটার দুই শ্রমিক মারাত্মক আহত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগরের গাবুরার চাঁদনীমূখা গ্রামে ইটভাটার সর্দার একযোগ হয়ে ইটভাটার ২ শ্রমিককে মারপিট করে মারাত্মক আহত করার সংবাদ পাওয়া গেছে।

আহতরা হলেন চাঁদনীমূখা গ্রামের কালাম শেখের পুত্র মিকাইল শেখ, মিকাইল শেখের স্ত্রী মাছুরা খাতুন।

মিকাইল শেখ জানান, ১৭ জানুয়ারী (শনিবার) সকাল সাড়ে ৮ টার দিকে তার বাড়িতে একই গ্রামের ইটভাটার সর্দার হোছেন, বাপ্পি ও একব্বর যোগ সাজসে ইটভাটার কাজকে কেন্দ্র করে মিকাইল শেখ, মিকাইল শেখের স্ত্রী মাছুরা খাতুনকে বেধড়ক মারপিট করে মারাত্মক রক্তাক্ত জখম করে। মিকাইল ও মাছুরা ইটভাটা শ্রমিক হওয়ায় তাদের কে সর্দার হোছেন কুমিল্লা এক ইটভাটায় শ্রমিক হিসেবে নিয়ে যায়। সেখানে খাবার কষ্ট সহ নানাবিধ নির্যাতন করলে তারা বাড়িতে আসলে এ ধরনের কান্ড ঘটে। মিকাইল শেখ শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তবে তার অবস্থা আশংকা জনক। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল মর্মে জানা গেছে।