
বাংলাদেশ মজলিসুল মুফাস্সিরীনদের ডায়েরী বিতরণ
- Nov 29 2024 10:22
জি এম আব্বাস উদ্দিন: বাংলাদেশ মজলিসুল মুফাস্সিরীন ডায়েরী বিতরণ করেন পারুলিয়া বাস স্ট্যান্ড বাংলাদেশ জামায়াত ইসলামী অফিসে। সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিিত্বে সেক্রেটারি হাফেজ মাওলানা আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক জামায়াত ইসলামী বাংলাদেশ দেবহাটা উপজেলা আমির আলহাজ্ব হযরত মাওলানা অলিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা ওলামা বিভাগ সভাপতি ও শ্তরা সদস্য মাওলানা আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী দেবহাটা উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা এমদাদুল হক।
উপস্থিত ছিলেন মজলিসুল মুফাসসিরিন সহ সভাপতি হাফেজ মাওলানা খাইরুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম সহ বাংলাদেশ মজলিসুল মুফাস্সিরীন সকল সদস্যবৃন্দ।
প্রধান অতিথি আলহাজ্ব হযরত মাওলানা অলিউর রহমান বাংলাদেশ মজলিসুল মুফাস্সিরীন উপস্থিত সকল এর উদ্দেশ্যে বলেন। আল্লাহর আইন ও রসুলের বিধান মোতাবেক মানুষ জীবন গড়তে পারে তার জন্য আপনারা কোরআন হাদিসের আলোকে আলোচনা করে মানুষের দ্বীনের দাওয়াত দেবেন । বিশেষ অতিথি উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা এমদাদুল হক তিনি উপস্থিত বাংলাদেশ মজলিসুল মুফাস্সিরীন ওয়েজিনদের উদ্দেশ্য করে বলেন, কোন মাহফিলে রাজনৈতিক কোন দলের নাম ধরে আলোচনা করবেন না আপনাদের আলোচনার কারণে মানুষ যেন সমালোচনা না করতে পারে, কোরআন হাদিসের আলোকে আলোচনা করে ইসলামের দিখে মানুষের দাওয়াত দেবেন, আপনাদের আলোচনায় যেন মানুষ আল্লাহ আইন ও রাসূলের বিধান মোতাবেক চলতে পারে। আলোচনা শেষে প্রধান অতিথি সকলের হাতে ২০২৫ সালের নতুন একটি করে ডায়েরী বিতরণ করেন এবং আলেমদেরকে ভালোবেসে রাসূলের ওয়ারেশ হিসাবে প্রতিটি ডায়েরীতে ১০০ টাকা তিনি তার তহবিল থেকে দিয়েছেন।
আরো সংবাদ
সৈয়দপুর রেলওয়ে কারখানায় চুরি, রেল কর্মচারী গ্রেফতার
- Nov 29 2024 10:22
সৈয়দপুরে দিনেদুপুরে বাসার ভেতরে এক নারীকে হত্যা
- Nov 29 2024 10:22
সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ পন্য জব্দ
- Nov 29 2024 10:22
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July