
সৈয়দপুরে আলহাজ্ব মোহাম্মদ তসলিমের স্মরণ সভা ও দোয়া মাহফিল
- Mar 19 2025 16:04
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার সাবেক নায়েবে আমীর মরহুম আলহাজ্ব মোহাম্মদ তসলিম এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার ১২ ওয়ার্ডের ইফতার মাহফিলও করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেল ৫ টায় সিটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
প্রধান আলোচক ছিলেন জামায়াতের সৈয়দপুর শহর আমীর শরফুদ্দীন খান। বিশেষ অতিথি ছিলেন, শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, আল ফারুক একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি ডা. সৈয়দ মাসুদ হোসেন, সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াৎ শাহ।
জামায়াতের ১২ নং ওয়ার্ড সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর পৌর কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও মরহুম আলহাজ্ব মোহাম্মদ তসলিমের বড় ছেলে তোফায়েল মোহাম্মদ আজম।
সঞ্চালনা করেন মরহুম আলহাজ্ব মোহাম্মদ তসলিমের সন্তান শিক্ষক ও সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ। প্রারম্ভে কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক শাহজাহান আলী মনন। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সামসুল হক।
উপস্থিত ছিলেন, চব্বিশের অঅভ্যুত্থানে নিহত সৈয়দপুরের কৃতি সন্তান সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র শহীদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেন, সৈয়দপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহিদ সাহাব, সৈয়দপুর পৌরসভার প্রধান হিসাব কর্মকর্তা আবু তাহের, সাংবাদিক সাকির হোসেন বাদল ও জসিম উদ্দিন, সৈয়দপুর হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. জাবেদ আলম প্রমুখ।
উল্লেখ্য, মরহুম আলহাজ্ব মোহাম্মদ তসলিম শুধু জামায়াত নেতাই ছিলেন না বরং একজন ইসলামী চিন্তাবিদ, শিক্ষানুরাগী, সংগঠক ও সমাজসেবক ছিলেন। তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় সৈয়দপুরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আল ফারুক ুএকাডেমী।
একজন ব্যবসায়ী হয়েও তিনি ছিলেন, ইসলামী সমাজ কল্যাণ ট্রাষ্ট, আনজুমানে নাওজায়ানানে ইসলাম, সৈয়দপুর ইসলামী ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের অন্যতম। দুইবছর পূর্বে তিনি ইনতেকাল করেছেন।
আরো সংবাদ
সৈয়দপুরে আ'লীগ নেতাদের গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
- Mar 19 2025 16:04
ডুমুরিয়ায় গরুসহ দুই চোর আটক, সিএনজি জব্দ
- Mar 19 2025 16:04
আশাশুনিতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট
- Mar 19 2025 16:04
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July