
পাইকগাছায় এক ইউপি চেয়ারম্যানসহ ৯জনের বিরুদ্ধে ঘের দখল ও লুটপটের অভিযোগ
- Apr 17 2025 17:39
ন্যাশনাল ডেস্ক: খুলনার পাইকগাছায় অন্যের ঘের দখলপুর্বক লুপটের ঘটনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। খড়িয়া গ্রামের দরবেশ সানার স্ত্রী রুপবান বিবি বৃহস্পতিবার এ অভিযোগ করেন।
অভিযোগে প্রকাশ, দীর্ঘ ২২ বছর ধরে উপজেলার লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর সানা রুপবান বিবির ১.৬৮ একর জমি লীজ নিয়ে চিংড়ী ঘের করে আসছে। তিনি ইউপি সদস্য ছাড়া আওয়ামী লীগ করায় ক্ষমতার দাপটে হারির টাকা না দিয়ে জোরপূর্বক চিংড়ী ঘের করেছেন। হারির টাকা দাবী করলে কোন জমি নেই বলে তাড়িয়ে দেয়। হিসেবান্তে তার কাছে জমির মালিকের ৪লাখ ৭ হাজার ২৬১ টাকা পাওনা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতন হলে উক্ত জমি ছেড়ে দিলে জমির মালিক সেখানে চিংড়ী চাষ করছেন।
পরবর্তীতে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে উক্ত জমিতে আবার ঘের করার আগ্রহ দেখায়। ঘের ছেড়ে দেয়া তার মান সম্মানের বিষয় হয়ে দাড়ায়। কিন্তু জমি না দেয়ায় তিনি তার ভাই ও নিজস্ব বাহিনী নিয়ে উক্ত ঘেরের বাঁধ কেটে দখল করে ক্ষতি সাধন করেছে।
এ বিষয়ে জাহাঙ্গীর সানা জানান, আমি তাদের হারির টাকা দিয়েছি।আদালতে মামলা করেছিল। কিন্তু প্রমান করতে না পারায় আদালত তা খারিজ করে দেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান,অভিযোগ পেয়েছি। যিনিই অন্যায় বা অপরাধ করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
- Apr 17 2025 17:39
এক কলেজে ৩ অধ্যক্ষ
- Apr 17 2025 17:39
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই
- Apr 17 2025 17:39
নাটোরে এনসিপি’র মঞ্চে এসে শিশু আবীর হত্যার বিচার চাইলেন মা-বাবা
- Apr 17 2025 17:39
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July