
পাইকগাছায় একটি সালিশকে কেন্দ্র করে সাংবাদিক পরিবারের উপর হামলায় আহত-৪
- Apr 26 2025 16:25
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পূর্বের শত্রুতার জেরে পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এস,এম,আলাউদ্দিন সোহাগ এর পরিবারের উপর হামলায় কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও নারী-পুরুষ সহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন (১) কলেজ পড়ুয়া শিক্ষার্থী জান্নাতুল উম্মে ফেরদৌস (২০), এসএম জালাল উদ্দিন(৪৬), তাহমিনা বেগম (৪২) ও জালাল উদ্দিনের মাতা(৬৮)।
শনিবার দুপুর ১ টার দিকে পাইকগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ড বান্দিকাটি গ্রামে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় শিক্ষার্থী জান্নাতুল উম্মে ফেরদৌসের অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বান্দিকাটি গ্রামে জমি-জমা সংক্রান্ত চাচা সহকারী অধ্যাপক এসএম লোকমান হাকিম ও ভাইপো আব্দুর রাজ্জাক সরদারের সহিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশি বৈঠক চলছিল, সালিশ শেষে জালাল উদ্দিন বাড়ি ফেরার পথে আব্দুর রাজ্জাক সরদারের সাথে কথাবার্তার একপর্যায়ে তর্ক বিতর্ক হয়।এ সময় আব্দুর রাজ্জাক জালাল উদ্দিনকে ইঙ্গিত করে অকথ্যভাষায় গালিগালাজ করে।ওই সময় জালাল উদ্দিন তার কথার প্রতিবাদ করলে তার উপর আব্দুর রাজ্জাকের জামাতা আরিফুল ইসলাম ও মেয়ে জুলি এবং রাজ্জাকের স্ত্রী ফিরোজা বেগম জালাল উদ্দিনের উপর অতর্কিতভাবে হামলা করে। জালাল উদ্দিনের চিৎকারে মেয়ে জান্নাতুল ফেরদৌস ও মাতা তাহমিনা বেগম বাড়ি থেকে বেরিয়ে আসলে তাদের উপরেও হামলা করে। জান্নাতুলের মাথায় আঘাত করলে সে মারাত্মক ভাবে জখম হয়।এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সালিশে উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের মধ্যে স্থানীয় বিএনপির নেতা মোস্তফা মোড়ল জানান, আমরা স্থানীয় লোকজন মিলে সহকারী অধ্যাপক এসএম লোকমান হাকিম ও আব্দুর রাজ্জাক সরদারের জমি-জমা সংক্রান্ত বিষয়টি মীমাংসার জন্য বসি, মীমাংসার একপর্যায়ে আব্দুর রাজ্জাক সরদার এসএম জালাল উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। জালাল উদ্দিন প্রতিবাদ করলে আব্দুর রাজ্জাক ও তার পরিবারের লোকজন জালালের পরিবারের উপর হামলা করলে জালাল উদ্দিনের মেয়ে জখম প্রাপ্ত হয় এবং অন্যান্যরা তাদের এলোপাথাড়ি মারপিটে মারাত্মক আঘাত প্রাপ্ত ও ফোলা জখম হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মারপিটের ঘটনায় একই পরিবারের নারী-পুরুষসহ চারজন ভর্তি হয়েছে। চার জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে জান্নাতুলের মাথায় গুরুতর আঘাত করায় ৪টা সেলাই দেওয়া হয়েছে।
উক্ত বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সবজেল হোসেন বলেন, বিষয়টি শুনেছি তবে এখনো পর্যন্ত অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
আরো সংবাদ
সৈয়দপুরে আ'লীগ নেতাদের গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
- Apr 26 2025 16:25
ডুমুরিয়ায় গরুসহ দুই চোর আটক, সিএনজি জব্দ
- Apr 26 2025 16:25
আশাশুনিতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট
- Apr 26 2025 16:25
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July