Image

ভারত থেকে পুশইন করা তিন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা, ৭৫ বাংলাদেশিকে মুক্তি

সাতক্ষীরা প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় বিএসএফ এর পুশইন করা ৭৮ নাগরিকের মধ্যে তিনজন ভারতীয় নাগরিক রয়েছে। তাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে। বাকি ৭৫ জন বাংলাদেশি নাগরিককে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হবে।

এর আগে রোববার রাতে মোংলা কোস্টগার্ডের  তত্বাবধানে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম বাদল জানান, রোববার রাতে তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে এর মধ্যে তিনজন ভারতীয় নাগরিক রয়েছে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে বাকি ৭৫ জনকে তাদের স্ব স্ব পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হবে। 

উল্লেখ্য, ৭৫ জন বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময়ে কাজের জন্য ভারত যান। ভারতের বিভিন্ন স্থান থেকে দেশটির পুলিশ তাঁদের সপ্তাহখানেক আগে আটক করে। গত শুক্রবার ভোরে কয়েকটি স্পিডবোডযোগে তাদেরকে গহীন সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় ফেলে রেখে যায়। পরে বন বিভাগের সদস্যরা জানাতে পেরে তাঁদের উদ্ধার করে মান্দারবাড়িয়া ক্যাম্পে নিয়ে আসেন। সেখান থেকে শনিবার রাতে তাদেরকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। এরমধ্যে তিনজন ভারতীয় নাগরিক রয়েছে।