Image

কালিগঞ্জে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে মোহাম্মদ আলী (৭২) নামে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (১২ মে) সকালে পশ্চিম মৌতলা গ্রামে অবস্থিত বাড়ি থেকে ঘরের আড়া থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মোহাম্মদ আলী উপজোর মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা এলাকার মরহুম নিয়ামত আলী মোল্লার ছেলে। তিনি উপজেলার কুশলিয়া ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন।
এ ঘটনায় ওই স্কুল শিক্ষকের জামাতা উপজেলার মৌতলা গ্রামের ফজের আলীর ছেলে আনিছুর রহমান (৩৭) থানায় অপমৃত্য মামলা দায়ের করেছেন।

অপমৃত্যু মামলায় তিনি উল্লেখ করেন, তার শ^শুর মাস্টার মোহাম্মদ আলী দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শ্বশুর মোহাম্মদ আলীকে বাড়িতে থাকতে দেখে শ্বশুরবাড়ির কাজের মহিলা বিলকিস খাতুন (২৩) তার ছেলেকে স্কুলে রাখতে যান। তিনি ৮টা ৫০ মিনিটে ফিরে এসে শয়নকক্ষের আড়ার সাথে গলায় তোয়ালি পেঁচিয়ে মোহাম্মদ আলীকে ঝুলতে দেখে স্থানীয়দের জানান। তারা আড়ায় ঝুলতে থাকা শ^শুর মোহাম্মদ আলীকে নমিয়ে বারান্দায় রেখে গ্রামডাক্তারকে ডেকে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।