Image

কালিগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

আবু হাসান: ‘‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা’’ প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে, কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব শরু হয় এবং বিকেল ৪ টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত) শেখ রফিকুল ইসলাম।  

 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। 

 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধরণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. মহাসীন আলী, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদিন, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনর রশিদ মৃধা প্রমুখ। 

 

‘দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায়’ বিষয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। সেরা বিতার্কিক মনোনীত হয়েছে রানার্সআপ দলের দলনেতা মায়মুনা বিনতে জামান সওদা।

 

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এবং বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন প্রমুখ।  

 

অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অ্যাডভোকেট জাফরুল্যাহ ইব্রাহিম, সৈয়দ মাহমুদুর রহমানসহ নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, গণমাধ্যম কর্মী এবং উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এছাড়া দুর্নীতিবিরোধী রচনা প্রতিযোগিতায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আনিকা নওয়ার প্রথম, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাঈমা মেহেদী দ্বিতীয় এবং ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আমির হামজা তৃতীয় স্থান অর্জন করেছে। 

 

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আয়েশা তাহমিনা প্রথম, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ঝিলমিল জামান দ্বিতীয় এবং সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মনামী রায় তৃতীয় স্থান অর্জন করেছে।

 

দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৬ টি স্কুল ও মাদ্রাসা অংশগ্রহণ করেছে।