Image

কালিগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আরাফাত আলী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।  

 

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলার মৌতলায় আয়োজিত এক অনুষ্ঠান থেকে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সাবেক সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী রাব্বী হোসেন চারা বিতরণ করেন। 

 

এ সময় মৌতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তৈনুর ইসলাম, যুবনেতা শেখ বকুল হোসেন, রাইসুল ইসলাম, মেহেদী হাসান, উপজেলা ছাত্রনেতা আলমগীর হোসেন, শিমু রেজা এমপি কলেজ ছাত্রদলের সভাপতি মাহিদ ইসলাম, সাধারণ সম্পাদক রিফাত হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুমন সরদার, ছাত্রনেতা ইবনে সিনা ও স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ আশরাফুল আলমসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।