Image

কালিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক র‌্যালি ও আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দুই গ্রুপের পৃথক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় রোকেয়া মনসুর মহিলা কলেজ সংলগ্ন বিএনপি কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। এছাড়াও জেলা বিএনপির সদস্য জিয়াউর রহমান ফাউন্ডেশন এর খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল, জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলামসহ বিএনপি’র বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‌্যালিটি উওর কালিগঞ্জ বাসস্ট্যান্ড হয়ে খানবাহাদুর আহছানউল্লাহ সেতুর পশ্চিম পাড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি কাজী আলাউদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ মনিরুল ইসলাম মনু প্রমুখ। 

 

অপরদিকে একই সময়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড্যাব এর কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা. মোঃ শহিদুল আলম সমর্থিত অপর গ্রুপ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাতক্ষীরা জজকোর্টের বিজ্ঞ পিপি অ্যাড. শেখ আব্দুস সাত্তার ও জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান এর নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি ডাকবাংলা মোড় সংলগ্ন বিএনপি কার্যালয় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলতলা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জজকোর্টের বিজ্ঞ পিপি অ্যাড. শেখ আব্দুস সাত্তার।

 

উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য শেখ খায়রুল আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, বিএনপি নেতা শেখ রবিউল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আলাউদ্দীন সোহেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন সাদ্দাম, সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সেলিম আহমেদ, উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আওছাফুর রহমান,  উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সেলিম, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন প্রমুখ।

 

এ সময় উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।