Image

শ্যামনগরে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন

এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

 

৩ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৯ টায় পৌরসভার সভাপতি হাফেজ মাওলানা এইচ এম মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনে সম্ভব্য প্রার্থী আলহাজ্ব এস এম মোস্তফা মামুন (মনির)।

 

বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবুল হাসান, শ্যামনগর জামেয়া হম্মাদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাওছুফ সিদ্দিকী, পৌরসভার উপদেষ্টা মুফতি আব্দুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানার সভাপতি হাফেজ মাওলানা হামিম নাজিবুল্লাহ,পৌরসভার সহ-সভাপতি আলহাজ্ব প্রভাষক এস এম আবু দাউ, পৌরসভার সাংগঠনিক সম্পাদক,মুফতি মাহাদি হাসান, পৌরসভার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

শ্যামনগর জামেয়া হাম্মাদিয়া মাদ্রাসা, শ্যামনগর নাসিরুল উলুম মাদ্রাসা, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা, হাজী অয়জুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা, মাদিনা তুল উলুম মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নারিকেল গাছ, আম গাছ, জলপাই গাছ,লম্বু গাছ, মেহগনি গাছ রোপণ এবং বৃক্ষ বিতরণ করা হয়েছে।