Image

সৈয়দপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে উপজেলা পরিষদের ক্রীড়াসামগ্রী বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে  বিভিন্ন ক্রীড়া সামগ্রী  প্রদান করা হয়েছে। 

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের উদ্যোগে ওইসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ক্লাব কর্মকর্তাদের হাতে ওই ক্রীড়া সামগ্রীগুলো তুলে দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রধান ও বিভিন্ন ক্লাব কর্মকর্তা।

 

উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু জানান, সৈয়দপুর উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে দুই লাখ টাকার ওই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি বলেন, আজকের তরুণ ও যুবকেরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই তরুণ-যুবকেরা যাতে মাদকে এবং মোবাইলে গেম খেলায় আসক্ত না হয় সেই লক্ষ্যে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। তরুণ ও যুবকেরা খেলাধুলার মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারি এবং পড়ালেখায় আরো মনোযোগীও প্রেরণা দিতে  এমন ধরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। ভবিষ্যতে সৈয়দপুর থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির লক্ষ্য ও উদ্দেশ্যে সামনে রেখে তাদের এ প্রয়াস। আগামীতে সৈয়দপুরের প্রতিটি মাঠেই ক্রমান্বয়ে বড় ফুটবল বার বা মিনি ফুটবল বার দেয়া হবে বলে জানান তিনি। বিতরণকৃত ক্রীড়াসামগ্রীর মধ্যে রয়েছে মিনি গোলবার, নেট ও ফুটবল।