Image

শ্যামনগরে বসতভিটায় জলবায়ু সহনশীল সবজী উৎপাদন প্রশিক্ষণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও পদ্মপুকুর ইউনিয়নে বসতভিটায় জলবায়ু সহনশীল সবজী উৎপাদন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা 'সিডা' এর অর্থায়নে এবং আইআরসি-বাংলাদেশ  এর কারিগরী সহায়তা ও অংশীদারিত্বের মাধ্যমে “Clients Centered Humanitarian Response: Improving Lives of Crisis Affected People"- প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করায় প্রশিক্ষণ টি অনুষ্ঠিত হয়।

 

প্রকল্পটির প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের দক্ষিনাঞ্চলের খাদ্য নিরাপত্তাহীন ও জলবায়ু সংকটাক্রান্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তার উন্নয়ন করা। প্রকল্পটির আয়োজনে সেপ্টেম্বর ৭ তারিখ থেকে ৮ দিনব্যাপী বুড়িগোয়ালীনি ও পদ্মপুকুর ইউনিয়নে “বসতভিটায় জলবায়ু সহনশীল সবজী উৎপাদন” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রশিক্ষণে ৮টি ব্যাচে মোট ২০০ জন নারী উপকারভোগী (ক্লায়েন্ট) অংশগ্রহন করেন। প্রশিক্ষণে বসতবাড়ির আঙিনায় জলবায়ু সহনশীল সবজী উৎপাদন প্রযুক্তি/পদ্ধতি, বীজ, জৈব সার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে ধারনা প্রদান করা হয়।

 

শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের সম্পৃক্ততায় প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা  কাজী আরিফুল হক, প্রকল্প সমন্বয়কারী  মোঃ মোক্তার হোসেন, উপজেলা সমন্বয়কারী মোছাঃ ছফুরা খাতুন এবং প্রশিক্ষণ আয়োজনে সহযোগিতা করেন রাজিব কুমার ও দেবিকা রানী দাশ।