Image

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

আবু হাসান: সাতক্ষীরার কালিগঞ্জে গোসল করতে যেয়ে পুকুরের পানিতে ডুবে আলতাফ উল মাসুদ (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে। নিহত আলতাফ উল মাসুদ পানিয়া গ্রামের মরহুম আনোয়ার হোসেন সরদারের ছেলে।

 

নিহতের সহোদর স.ম. রাজু আহম্মেদ (৪৫) কালিগঞ্জ থানায় দায়েরকৃত অপমৃত্যু মামলায় জানান, তার ভাই মোঃ আলতাফ উল মাসুদ ১১ অক্টোবর বিকেল আনুমানিক ৩ টার দিকে বসতবাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে যায়। বিকেল ৪টার দিকে প্রতিবেশী মরহুম ফেলা মিস্ত্রীর ছেলে গোলাম মোস্তফা (৫০) পুকুরের পানিতে আলতাফ উল মাসুদকে ভাসতে দেখে পরিবারের সদস্যদের জানালে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। আলতাফ উল মাসুদ দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন বলে অপমৃত্যু মামলায় উল্লেখ করা হয়েছে।

 

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান পানিতে ডুবে আলতাফ উল মাসুদ নামে এক ব্যক্তি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ব্যক্তি দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।