Image

সাতক্ষীরায় ৫ দিনের কন্যা শিশুকে খালের পানিতে ফেলে হত্যার অভিযোগে মা আটক 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় পর পর তিনটি কন্যা সন্তানের জন্ম হওয়ায় ৫ দিনের কন্যা শিশুকে খালের পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে পিতা-মাতার বিরুদ্ধে। এঘটনায় পুলিশ শিশুটির মাতা শারমিন সুলতানাকে আটক করেছে। শারমিন সুলতানা কলারোয়া উপজেলার হেলতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খলিল ও শারমিন দম্পত্তির পূর্বে আরো দুটি কন্যা সন্তান রয়েছে। গত ১৯ অক্টোবর আবারো একটি কন্যা সন্তানের জন্ম হলে স্বামী খলিল তার স্ত্রীর উপর চাপ প্রয়োগ করতে থাকে। একপর্যায়ে ২০ অক্টোবর সোমবার রাতে বাড়ির পাশের একটি খালে শিশুটিকে ফেলে দেয় মা শারমিন। এতে শিশুটির মৃত্যু হয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত মাতা শারমিন সুলতানাকে আটক করে।
কলারোয়া থানার পুলিশ পরিদর্শক আসলাম খান সত্যতা নিশ্চিত করে বলেন, ৫ দিনের কন্যা শিশুকে খালে ফেলে হত্যার অভিযোগ শারমিন সুলতানাকে আটক করা হয়েছে।