
সৈয়দপুরে ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Oct 21 2025 13:12
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশের অভিযানে মাদক বেচাকেনা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে সুমন শাহ (২৮) নামে এক মাদক ব্যবসায়ী। তবে পুলিশী অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে গেছে অপর মাদক ব্যবসায়ী সাজু মোল্লা (৩৫)। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতাী সুমন শাহ উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার ইজগার শাহের ছেলে। আর সাজু মোল্লার বাড়ি কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় এলাকায়। সে ওই এলাকার মৃত আনারুল ইসলামের ছেলে এবং একাধিক মাদক মামলার আসামি। এ ব্যাপারে থানায় মামলার পর মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে আসামি সুমন শাহকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়।
সৈয়দপুর থানার উপ পরিদর্শক আমিনুর রহমান জানান, সোমবার রাতে গোপন সংবাদে পুলিশ জানতে পারে চিহৃিত মাদক ব্যবসায়ী সাজু মোল্লা মাদকের বড় চালান নিয়ে কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় এলাকায় অবস্থান করছে। এমন তথ্যে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সাজু মোল্লা সটকে পড়ে। তবে তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে মাদক সংগ্রহ করা সুমন শাহকে ঘটনাস্থলে আটক করা হয়। এসময় তার প্যান্টের পকেট থেকে ৬৮ টি পিস ইয়াবা ও ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সুমন শাহ মাদকের এজেন্ট সাজু মোল্লার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে খরিদ করেছিল বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সৈয়দপুর থানায় একটি মামলা করেছে। ওই মামলায় সুমন শাহ ও সাজু মোল্লাকে আসামি করা হয়েছে। তবে সাজু মোল্লাকে পলাতক দেখিয়ে গ্রেফতার সুমন শাহকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। দায়ের করা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ মাদক উদ্ধারসহ মাদক ব্যবসায়ী সুমনকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। মাদকসহ জুয়া, ভিসা প্রতারণা ও দেহ ব্যবসার মত অপরাধ নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।
আরো সংবাদ
সৈয়দপুর লায়ন্স ক্লাব'র সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ
- Oct 21 2025 13:12
সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড
- Oct 21 2025 13:12
সাতক্ষীরায় ৫ দিনের কন্যা শিশুকে খালের পানিতে ফেলে হত্যার অভিযোগে মা আটক
- Oct 21 2025 13:12
সৈয়দপুরে ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Oct 21 2025 13:12
সৈয়দপুরে পাশের হারে চমক দেখালো আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ
- Oct 21 2025 13:12
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July