
সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন
- Oct 19 2025 10:57
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা নিয়ে যে জটিলতা ছিল তাঁর অবসান হয়েছে। সম্প্রতি মসজিদের নিয়মিত মুসল্লী ও সুধীজনদের নিয়ে এক সভায় ওই জটিলতার অবসান হয়। ওই সভাতেই সুষ্ঠুভাবে মসজিদ পরিচালনায় গঠণ করা হয় ২৭ সদস্য বিশিষ্ট কমিটি। এতে ৬ জনকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে।
মসজিদ পরিচালনায় তিন বছর মেয়াদে ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. ইমতিয়াজ এবং অধ্যাপক মো. হান্নান খান।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ডা. মো. জাবেদ আলম, সহ সভাপতি তোফায়েল মোহাম্মদ আজম ও মো. জুয়েল, সহ সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং এস কে আহমেদ উল্লাহ, কোষাধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুর রশিদ, সহ কোষাধ্যক্ষ হাফেজ মো. নুরুল হুদা, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম লিটন, পাঠাগার সম্পাদক মো. ইমতিয়াজ আলম (ছোটু) এবং কার্যকরী সদস্য আলহাজ্ব মো. আজিম, আলহাজ্ব মো. লুৎফর রহমান, মো. সাইফুল ইসলাম টুটুল। এছাড়া কমিটির সাধারণ সদস্য হয়েছেন মো. মোশারফ হোসেন বাবু, মো. হাদিস, মো. লিয়াকত খান, শেখ মো. আরজু, মো. শাহিদ,মো. কাইয়ুম খান ডলফিন ও আলহাজ্ব মো. শাহজাদা।
কমিটির উপদেষ্টারা হলেন- হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকীম,সহকারী অধ্যাপক মো. শওকত হায়াত শাহ, আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, আলহাজ্ব মো. হারুন, মো. বাবুল হোসেন সরকার ও মো. জাহানুর ইসলাম।
কমিটি গঠণ প্রসঙ্গে জানতে চাইলে সহ সভাপতি তোফায়েল মোহাম্মদ আজম ও সহ সাধারণ সম্পাদক এস কে আহমেদ উল্লাহ বলেন, সৈয়দপুরের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনায় সকলের সম্মতিতে ওই কমিটি করা হয়েছে। তিন বছর মেয়াদের এ কমিটির সকলে মসজিদের সার্বিক উন্নয়ন ও মুসল্লীদের সুবিধায় সবধরনের কাজ করে যাবেন। এজন্য সকল মুসল্লীদের সহযোগিতা কামনা করেছেন তারা। তারা বলেন, আমরা কমিটির সকলে স্বচ্ছতার সাথে মসজিদ পরিচালনায় কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
উল্লেখ্য ২০২৪ সালের ৫ আগস্টের পর মসজিদ পরিচালনায় জটিলতার সৃষ্টি হয়। সে সময় মসজিদের নিয়মিত মুসল্লী ও স্থানীয় সুধীজনেরা একটি আহবায়ক কমিটি গঠণ করে। ওই কমিটি এতদিন তাদের দায়িত্ব পালন করে আসছিলেন।
ওই সময় থেকে পূর্ণাঙ্গ কমিটি গঠণে একাধিক সভা হয়। অবশেষে সকলের সহযোগিতা ও সম্মতিতে গত ১১ অক্টোবর গঠন করা হয় একটি পূর্ণাঙ্গ কমিটি। এ কমিটির মেয়াদ আগামী ২০২৮ সালের ১০ অক্টোবর পর্যন্ত।
আরো সংবাদ
সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন
- Oct 19 2025 10:57
কালিগঞ্জের নলতার ইডা’র উদ্যোগে স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- Oct 19 2025 10:57
কালিগঞ্জে নদীর চরে বনায়নের ঘোষণা দিলেন ইউএনও অনুজা মন্ডল
- Oct 19 2025 10:57
শ্যামনগরে বিএনপি নেতা ড. মনিরুজ্জামানের উঠান বৈঠক
- Oct 19 2025 10:57
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July