Image

শ্যামনগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ছাত্রনেতা জুবায়ের হত্যার প্রতিবাদে শ্যামনগর উপজেলা ছাত্রদলের আয়োজনে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

সোমবার ২০ অক্টোবর) সকাল ১১ টায় মিছিলটি শ্যামনগর মহসিন ডিগ্রী কলেজ থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলি পদক্ষেপ করে শ্যামনগর প্রেসক্লাবের সামনে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম। এর সময় উপস্থিত ছিলেন,ফরিদ,মেহেদি,মাসুদ পারভেজ, অজয় কুমার মন্ডল,আহসান, গোবিন্দপুর কলেজ ছাত্রদলের সভাপতি  মেহরব  হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, পলিটেকনিক্যাল কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম হোসেন, সাধারণ সম্পাদক জুলফিকার হোসেন প্রমুখ।