গ্রীসে নেয়ার কথা বলে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে পুলিশের খাঁচায় কুমিল্লার ঈশান
- Oct 20 2025 17:36
নিজস্ব প্রতিনিধি: গ্রীসে নেয়ার কথা বলে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পুলিশে খাঁচায় বন্দি কুমিল্লার ছেলে প্রতারক রাজিব খান ওরফে ঈশান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রেমের সম্পর্ক গড়ে তোলার নাম করে এক তরুণীকে বিবাহের প্রলোভন দেখিয়ে এবং পরিবারের সদস্যদের গ্রীসে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ১০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক মোঃ রাজিব খান ওরফে ঈশান (২৮)কে করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রতারক রাজিব খান ওরফে ঈশান কুমিল্লার মুরাদনগর থানার রসুলিয়া এলাকার আব্দুর রাজ্জাক খাঁনের পুত্র।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ভিকটিম সুমাইয়া সুলতানা গ্রীস প্রবাসী ঈশানের সঙ্গে প্রায় দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচিত হন। পরিচয় থেকে দ্রুত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঈশান সুমাইয়াকে বিবাহের প্রস্তাব দেন এবং তার পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের সঙ্গেও যোগাযোগ স্থাপন করেন। এরপর তিনি সুমাইয়ার ছোট ভাই এবং বোনের দেবরকে নিজ খরচে গ্রীসে পাঠানোর প্রতিশ্রুতি দেন। সুমাইয়া তার কথামতো তাদের পাসপোর্টের কাজ সম্পন্ন করেন। বিদেশে পাঠানোর নাম করে ঈশান ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ৪ লাখ টাকা গ্রহণ করেন। এরপর তিনি দেশে ফিরে সুমাইয়াকে বিবাহ করবেন বলে জানান এবং গত ৬ অক্টোবর বাংলাদেশে ফিরে আসেন। কিন্তু দেশে ফিরে এসে তিনি সুমাইয়ার ভাইকে বিদেশে পাঠানোর জন্য আরও টাকার দাবি করেন। গত ৮ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী স্কয়ার শপিং মলে সুমাইয়ার সঙ্গে সাক্ষাৎ করে নগদ ৫ লাখ টাকা নিয়ে সেখান থেকে চলে যান। এরপর থেকে ঈশান সুমাইয়ার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। ভিকটিম সুমাইয়া বুঝতে পারেন যে ঈশান প্রতারণামূলকভাবে তার বিশ্বাসভঙ্গ করে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় ১৭ অক্টোবর ২০২৫ ভিকটিম সুমাইয়ার অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় একটি মামলা রুজু করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মোহাম্মদপুর থানা পুলিশ প্রতারক মোঃ রাজিব খান ওরফে ঈশানের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরো সংবাদ
শ্যামনগরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা ড. মনিরুজ্জামান মনিরের মতবিনিময়
- Oct 20 2025 17:36
শ্যামনগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- Oct 20 2025 17:36
শ্যামনগর কেন্দ্রীয় মাদ্রাসার গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগ
- Oct 20 2025 17:36
সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন
- Oct 20 2025 17:36
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





