Image

উত্তরবঙ্গের অন্যতম এসপিএল সিজন-৩ ক্রিকেট টূর্ণামেন্ট আয়োজনে মতবিনিময় সভা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : তারকা ক্রিকেটারসহ স্থানীয় ক্রিকেটারদের নিয়ে উত্তরবঙ্গের অন্যতম ক্রিকেট টুর্নামেন্ট এস পি এল সিজন-৩ (সৈয়দপুর প্রিমিয়ার লীগ) আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে স্থানীয় পর্যায়ে জাতীয় ও স্থানীয় সাবেক ও বর্তমান খেলোয়াড়, অনুর্ধ্ব ১৯ জাতীয় দলের ক্রিকেটার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, নবীনও প্রবীণ ক্রীড়া সংগঠক ও সুধীজনদের নিয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামি ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া টূর্ণামেন্টকে সামনে রেখে প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর ওই অনুষ্ঠানের আয়োজন করে।

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর এর আহবায়ক ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু।  

 

সভায় জমজমাট আয়োজনে আসন্ন এই ক্রিকেট টুর্ণামেন্ট যাতে সকলকে সাথে নিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিজ নিজ অবস্থানে থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে তাদের মতামত ব্যক্ত করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব  অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, পৌর বিএনপির 

সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান, ঢাকা

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ মামুনসহ অন্যান্য সুধীজন। সাবেক ক্রিকেটার ও সংগঠক এজাজ আহমেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মনোয়ার হোসেন মনু, প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর এর সদস্য কুতুব উদ্দিন, আফরোজ আনোয়ার, জুয়েল, জাহিদ আলম, তারকা ক্রিকেটার বর্ষণ, সাকলাইন, নওশাদ, নাসিম, হ্যাপী, নাসিম, সারফারাজ মিন্টু, জিদান, জাতীয় ক্রিকেট দলের সাবেক উইকেট কিপার মোক্তার সিদ্দিকী, নীলফামারী জেলা ক্রিকেট কোচ জামিউল আলম বাবলু, আম্পায়ার মোমতাজ সিদ্দিকী প্রমুখ।

বক্তারা সিজন-১ ও সিজন-২ এর চেয়ে আরও জাকজমকভাবে এস পি এল সিজন-৩ (সৈয়দপুর প্রিমিয়ার লীগ) এর আয়োজন করতে মতামত দেন এবং সকলে মিলে এই সেরা ক্রিকেট টুর্ণামেন্ট সফল করতে সবধরনের সহযোগিতার  আশ্বাস দেন।

প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুরের কুতুব উদ্দিন ও মনোয়ার হোসেন জানান, জাকজমক এরুপ ক্রিকেট টুর্ণামেন্ট উত্তরবঙ্গের সেরা একটি ক্রিকেট আসর। এতে জাতীয় ক্রিকেট দল,বিপিএল, ঢাকা লীগসহ তারকাসব ক্রিকেটারসহ স্থানীয় ক্রিকেটাররা অংশ গ্রহণ করে থাকেন। এই টুর্ণামেন্ট দেখতে আশপাশের জেলা থেকেও মানুষজন দলবেধে আসেন সৈয়দপুর রেলওয়ে মাঠে। এবার সিজন-৩ এর আয়োজন আরও কিভাবে সুন্দর ও  গ্রহনযোগ্য করা যায় তা নিয়ে আমরা সকলকে নিয়ে মতবিনিময় করেছি।