Image

শ্যামনগরে কর্মসংস্থান সৃষ্টির প্রয়াসে মোটরভ্যান বিতরণ

এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও  উপজেলা পরিষদের উদ্যোগে ৩ জন অসহায় পরিবার কে কর্মসংস্থান সৃষ্টির প্রয়াসে মোটরভ্যান বিতরণ করা হয়েছে।

 

২৪ অক্টোবর (শুক্রবার) শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে মোটরভ্যান বিতরণ করেন-উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, উপজেলা স্বাস্থ্য-পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ছামিউল আযম মনির, সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল ও উপজেলা পরিষদের অফিস সহায়ক আকবর আলী প্রমুখ।

 

মোটরভ্যান প্রাপ্তরা হলেন- শংকরকাটি গ্রামের জয়নাল গাজীর পুত্র আব্দুল গাজী, ভুরুলিয়া গ্রামের ফজের আলী মল্লিকের পুত্র রুহুল আমিন ও বংশীপুর গ্রামের মোহাম্মদ আলী গাজীর পুত্র খলিল গাজী। তারা খুবই গরীব, অসহায় ও তাদের পরিবারে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি (প্রতিবন্ধী) রয়েছে। এ ছাড়াও একই উদ্দেশ্যেই এক অসহায় মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।

 

এ ধরনের সহযোগিতায় তাদের কর্মসংস্থানের সৃষ্টি হওয়ায় পরিবারে স্বচ্ছলতা ফিরে আসার সম্ভাবনায় কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ইউএনও মোছাঃ রনী খাতুনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।