কালিগঞ্জের নলতায় মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক রফিকুল ইসলাম গুরুতর আহত
- Oct 30 2025 16:52
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের হামলায় আহত হয়েছেন 'দৈনিক দৃষ্টিপাত' পত্রিকার বিশেষ প্রতিনিধি ও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী আকলিমা খাতুন (৩৬)।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নলতা হাইস্কুল মাঠ এলাকায়।
আহত রফিকুল ইসলাম ও তার স্ত্রী বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় থানায় রফিকুল ইসলামের স্ত্রী বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে লিখিত এজাহার জমা দিয়েছেন।
সাংবাদিক রফিকুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন জানান, নলতা মাঠপাড়া গ্রামের মৃত জব্বার ময়রার ছেলে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী বাবু (৪৫) এবং একই এলাকার আরজ ময়রার ছেলে আল আমিন হোসেন (২৩) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার স্বামী মোঃ রফিকুল ইসলামকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাস্তায় ফেলে বেপরোয়া মারপিট করতে থাকে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে তার উপরও হামলা চালায় ওই দুই দুর্বৃত্ত। একপর্যায়ে স্বামী রফিকুল ইসলামকে একটি পাকা প্রাচীরের উপর ধাক্কা দিয়ে ফেলে দেয় ও মাথা থেতলে দেয়। এ সময় তার স্বামীর মাথা ফেটে যাওয়ায় এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাত লাগায় তিনি গুরুতর জখম হন। স্থানীয় এলাকাবাসী হামলাকারীদের কবল থেকে তাকে ও তার স্বামীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রফিকুল ইসলামের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে এবং তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানিয়েছেন। এদিকে রফিকুল ইসলামের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত রফিকুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন বাদী হয়ে বাবু ও আল আমিন হোসেনকে আসামি করে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, রিপোর্টার্স ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ। বিবৃতিদাতারা পুলিশ প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আরো সংবাদ
সুনামগঞ্জেৱ দুলভারচরে বহু বছরের দখলবাজি, চাঁদাবাজির অভিযোগ
- Oct 30 2025 16:52
কালিগঞ্জের বসন্তপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক
- Oct 30 2025 16:52
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





