কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শেখ সোহরাব হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- Nov 05 2025 16:21
আবু হাসান: সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শেখ সোহারাব হোসেন ওরফে বাহার (৭৬) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের মরহুম রওশন আলী শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা সোহারাব হোসেন স্ট্রোকজনিত প্যারালাইসিসে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। একপর্যায়ে বুধবার ভোর ৪ টার দিকে সাতক্ষীরার কামালনগরে নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রীসহ ৫ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবাবার (৫ নভেম্বর) জোহরবাদ সাতক্ষীরার কামালনগর ঈদগাহ ময়দানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আসরের নামাজের পর কালিগঞ্জের মহৎপুর ঈদগাহ ময়দানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের নেতৃত্বে সাতক্ষীরা জেলা পুলিশের সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন।
পরে মহৎপুর ররওজাতুল জান্নাত মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম মোস্তফার ইমামতিতে দ্বিতীয় জানাজা শেষে মহৎপুর সরকারি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
এ সময় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আব্দুর রউফ, কুশলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মাদ আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা খান আহসানউল্লাহ, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এস এম গোলাম ফারুকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা শেখ সোহারাব হোসেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারতের হিঙ্গলগঞ্জসহ টাকি,পিপা ও বিহার ক্যাম্পে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে ৯ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধকালীন কমান্ডার আবাদুর রহমানের নেতৃত্বে সাতক্ষীরার উজিরপুর,আশাশুনিসহ বিভিন্ন সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনের মৃত্যুতে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড গভীর শোক জ্ঞাপন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরো সংবাদ
শ্যামনগরের মিনহা হিফজুল কুরআন ও ইয়াতিমখানার ছাত্র হযরত আলীর সাফল্য
- Nov 05 2025 16:21
কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শেখ সোহরাব হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- Nov 05 2025 16:21
সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমের মনোনয়ন দাবিতে উত্তাল কালিগঞ্জ
- Nov 05 2025 16:21
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





