Image

সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন কালিগঞ্জের কৃতিসন্তান আরিফুল ইসলাম

বিশেষ প্রতিনিধি: সহকারী অ্যাটর্নি-জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট এস এম আরিফুল ইসলাম। তিনি উপজেলার রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে। 

 

রাষ্ট্রপতির আদেশক্রমে  বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার ১৯৭২ এর ৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী অ্যাডভোকেট এসএম আরিফুল ইসলামসহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৬৭ আইনজীবীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ পদে নিয়োগ প্রদান করেছেন। 

 

 ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল (এন এল সি) এর ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলাম সুপ্রীম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সরকারি অ্যার্টর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য দায়িত্ব গ্রহণ করেছেন।