Image

কালিগঞ্জে চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আবু হাসান: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এসব সভার আয়োজন করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, কুশলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আাব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজী টোকন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, বিজিবির বসন্তপুর ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার এনামুল হক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিউল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, কালিগঞ্জ সরকারি কলেজের প্রভাষক তাপস মিত্র, নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ, ছাত্র প্রতিনিধি আমীর হামজাসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

সভায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্ব আরোপ, চিহিৃত চোর ও ডাকাতদের গতিবিধি পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, সরকারি পুকুরগুলো সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া চলমান টাইফয়েড টিকা গ্রহণে আরও প্রচারণার মাধ্যমে অভিভাবকদের উদ্বুদ্ধ করে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সকল শিশুর টিকা গ্রহণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আহ্বান জানান।