Image

ডুমুরিয়ায় ব্যবসায়ীর আলু আত্মসাতের ঘটনায় থানায় অভিযোগ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় এক ব্যবসায়ীর কাছ থেকে আলু আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।

 

এ ঘটনায় ভুক্তভোগী শেখ নুর ইসলাম কহিনুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ী শেখ নুর ইসলাম বেতাগ্রাম আঠারমাইল মজুমদার স্মার্ট কাচামাল আড়ৎদার ও সততা বানিজ্য ভান্ডার নামে ব্যবসা পরিচালনা করেন। গত ৪ নভেম্বর মঙ্গলবার তার ব্যবসা প্রতিষ্ঠানে ৩১৫ বস্তা আলুবোঝাই একটি ট্রাক আসে। এসময়  ব্যবসায়ী আজহারুল ও শাহিদ ৯৬ বস্তা আলু খরিদ করেন। ক্রেতাদের অনুরোধে আলুর বস্তা গুলো পুরাতন আড়তে আনলোড করতে যায়। ট্রাক থেকে প্রথমে আজহারুলের ৫০ বস্তা আলু নামিয়ে দেয়। কিন্তু ব্যবসায়ি শহিদের খরিদকৃত  ৪৬ বস্তা আলু বিবাদী মতিয়ার রহমান,শাহিনুর রহমান ও আতিয়ার রহমান জোরপূর্বক নিজেদের ঘরে নামিয়ে নেয় এবং ট্রাকচালককে মারধর করে তাড়িয়ে দেয়। পরবর্তীতে বিএনপি নেতা,সরদার আব্দুল মালেক, হালদার শাহাদাৎ হোসেন, ফরহাদ আল মামুন ও সরদার দৌলত হোসেনের সহযোগিতায় ভুক্তভোগীর ৩০ বস্তা আলু উদ্ধার করতে সক্ষম হন। তবে অবশিষ্ট ১৬ বস্তা আলু ফেরত চাইলে বিবাদীরা বাদীকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধরসহ  প্রাণনাশের হুমকি দেয়। এঘটনায় ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।  

 

ভুক্তভোগী ব্যবসায়ী শেখ নুর ইসলাম কোহিনুর জানান, আমি দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবসা করে আসছি। কিন্তু বিবাদীরা জোরপূর্বক আমার মালামাল আত্মসাৎ করেছে। এখন আমাকে ভয়ভীতি দেখাচ্ছে।

 

এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ  মোঃ মাসুদ রানা বলেন, অভিযোগ  পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।