Image

শ্যামনগরর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে হেলমেট বিতরণ

এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগরে" মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” স্লোগানে আওতায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে হেলমেট বিতরণ করা হয়েছে। ৬ নভেম্বর (বৃহস্পতিবার) সাতক্ষীরা জেলা প্রশাসন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, সাতক্ষীরা সড়ক বিভাগ এর আয়োজনে শ্যামনগর বাসস্ট্যান্ডে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন-সড়ক ও জনপদ বিভাগ (সাতক্ষীরা) এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাফিউজ্জামান রাফি, প্রকৌশলী গৌরপদ মন্ডল, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ছামিউল আযম মনির, সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল প্রমূখ। নিরাপদ গতি কমিয়ে জীবন ও সম্পদের ক্ষতি হতে রক্ষা করতে মোটরসাইকেল আরোহীদের

উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ কে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাধুবাদ জনানো হয়েছে।