Image

শ্যামনগরে ২০ টি কদবেল গাছ কেটে অবৈধভাবে জমি দখল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়ার বড়কুপট গ্রামে অবৈধভাবে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। বিজ্ঞ আমলি ০৫ আদালত, সাতক্ষীরা সি. আর নং ১০৩৬/২৫ মামলাটি দায়ের করেন বড়কুপট গ্রামের মৃত রাশেদ আলী সরদারের পুত্র মোঃ কামরুজ্জামান (৭০)।

মামলা সূত্রে প্রকাশ, গত ২৮ নভেম্বর( শুক্রবার) একই গ্রামের কামরুল ইসলাম গাজীর পুত্র মোঃ হাসান মাহমুদ (রনি), হোসেন মাহমুদ (জনি) সহ অজ্ঞাত ৬/৭ জন জোর পূর্বক কামরুজ্জামানের কোবলা সূত্রে ভোগ দখলীয় জমি থেকে ১৭ শতক জমি অবৈধভাবে দখল করে নেয়।

 

এ জমিতে কামরুজ্জামানের তফসিল বর্ণিত সম্পত্তিতে দ্বিতল বিল্ডিং নির্মান করে জামান ট্রেডিং ব্রিকস নামক ইট ভাটা স্থাপন করে ইট প্রস্তুত ইটের ভাটা স্থাপন করে শত শত শ্রমিক নিয়োগ করে কার্যাদী চলমান অবস্থায় ভূমিতে রনি জনি সহ তার সহযোগিরা অনাধিকার প্রবেশ করে। তারা এ ইট ভাটা থেকে ১ লক্ষ ইট যার বাজার মূল্য ১০লক্ষ টাকা আত্মসাৎ, জমির দক্ষিন পার্শ্বস্থ সীমানায় অবস্থিত ২০ টি কদবেল গাছ কেটে ক্ষয় ক্ষতি করা এবং ১৭ শতক ভূমি জবর দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। তাদের এহেন কাজে বাধা প্রদান করলে তারাসহ অজ্ঞাত গুন্ডা প্রকৃতির ব্যক্তিদের দ্বারা কামরুজ্জামানসহ তার স্বাক্ষীদের খুন জখমের হুমকী দেয়ার অভিযোগ উঠেছে। তাদের কোন প্রকার দালিলিক স্বত্ব ও দখল না থাকা স্বত্বেও  গুন্ডা প্রকৃতির ব্যক্তিদের দ্বারা কামরুজ্জামানের স্বত্ব দখলীয় ভূমি জবর দখল করে। ফলে কামরুজ্জামান  মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিজ্ঞ আদালতে ন্যায় বিচার পেতে শরানাপন্ন হয়েছেন। যার মৌজা নওয়াবেকী, এস, এ ৫৯২ খতিয়ানের অন্তর্ভুক্ত সম্পত্তি বাদী ০৭ নং সাক্ষী গত ইং ১২-০৭-২০০৩ তারিখে শ্যামনগর সাব রেজিঃ অফিসের ৩৭৩৫ নং রেজিঃ কোবলা। দলিল বুনিয়াদে ৪৮ একর, গত ইং ১৪-০২-২০১৮ তারিখে শ্যামনগর সাব রেজিঃ অফিসের ৬৬৫ নং রেজিঃ কোবলা, গত ইং ১২-০৭-২০০৩ তারিখে শ্যামনগর সাব রেজিঃ অফিসের ৩২৪ নং রেজিঃ কোবলা, গত ইং ১২-০৭-২০০৩ তারিখে শ্যামনগর সাব রেজি। অফিসের ৩৭৩৫ নং রেজিঃ কোবলা দলিল, গত ইং ২৪-০১-২০১৮ তারিখে শ্যামনগর সাব রেজিঃ অফিসের ৩২৪ নং রেজিঃ কোবলা ও গত ইং ২৮-০৬-২০১৮ তারিখে শ্যামনগর সাব রেজিঃ অফিসের ৩৬৬৪ নং রেজিঃ কোবলা দলিল বুনিয়াদে মোট ৩.৫৭ একর জমির মধ্যে ১৭ শতক জমি নিয়ে বিরোধ করে। যে কোন মূহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হলে জানমালের ব্যাপক ক্ষতি হওয়ার আশুসম্ভবনা রয়েছে। কামরুজ্জামানসহ তার ইটভাটার শ্রমিকরা দারুন নিরাপত্তা হীনতায় ভুগছেন। এ ব্যাপারে ইট ভাটা মালিক কামরুজ্জামানের জমি ফেরৎ পেতে এবং জমিতে শান্তিপূর্ণ ভোগ দখল করার নিমিত্তে  যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ।