Image

সৈয়দপুর থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগ দিলেন রেজাউল করিম

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : গত রবিবার (৭ ডিসেম্বর) সৈয়দপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. রেজাউল করিম রেজা। তিনি সাবেক অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদের স্থলাভিষিক্ত হয়ে সৈয়দপুর থানার দায়িত্ব বুঝে নেন। 

 

এরআগে থানার অন্যান্য অফিসারবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে থানা ও শহরের দুটি পুলিশ ফাঁড়ির অফিসার ও পুলিশ সদস্যদের সাথে পরিচিত হন। এসময় সৈয়দপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি বলেন পুলিশ জনগনের সেবক, তাই থানায় পুলিশী সেবা নিতে আসা কোন নাগরিক যাতে হয়রানীর শিকার না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। 

 

রংপুর বিভাগীয় শহরের বাসিন্দা রেজাউল করিম রেজা ২০১০ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

সর্বশেষ কুড়িগ্রাম জেলার রাজারহাট থানায় উপ পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত থাকা অবস্থায় গেল বছরের ৫ আগস্টের পর পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পান তিনি। পরে ওই জেলার নাগেশ্বরী থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন। সম্প্রতি পুলিশ বিভাগ থেকে লটারীর মাধ্যমে অফিসার ইনচার্জদের বদলী প্রক্রিয়া শুরু হলে সৈয়দপুর থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পান। রেজাউল করিম রেজা বৈবাহিক জীবনে দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। 

সদ্য যোগদান করা সৈয়দপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজার সাথে কথা হলে তিনি সৈয়দপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সাথে নিয়ে কাজ করা হবে। মাদক নিয়ন্ত্রণেও নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। এসব বিষয়ে কোন ছাড় দেওয়া হবেনা। কোন অন্যায়ের সাথে আপস করা হবেনা জানিয়ে তিনি গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন।