Image

"সুন্দর সমাজ গড়তে শিক্ষার্থীদের মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত হতে হবে"

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলা পরিষদ প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হুসাইন শওকত বলেছেন বর্তমান সময়ে সুষ্ঠ ও সুন্দর জীবন গড়তে হলে ডিজিটাল প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আধুনিক এই যুগে লেখাপড়ার জন্য মোবাইল, কম্পিউটার, ল্যাপট্যাপ খুবই দরকার হয়ে পড়েছে। এ গুলোর সঠিক ব্যবহার জানা থাকলে সেই শিক্ষার্থীর জীবনে সফলতা আসবেই। কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা এর সঠিক ব্যবহার করে না। তারা বাবা-মায়ের নিকট থেকে দামী দামী মোবাইল ল্যাপট্যাপ নেয় ঠিকই, কিন্তু ব্যবহারটা করে অন্য পথে। পড়া লেখার কাজে না লাগিয়ে আসক্তি হয়ে পড়ে ফেসবুক, চ্যাটিং, টিকটক, অনলাইন গেমসহ নানাবিধ বে-আইনি কাজে। ফলে দেখা যাচ্ছে,অনেক প্রতিভাময়, মেধাবী শিক্ষার্থী অকালে ঝরে পড়ছে। সমাজে এছাড়া আরও একটি ভয়ানক অভ্যাস আছে। সেটা হল মাদক। এর কবলে যারা পড়ে তারাও নিঃশেষ হয়ে যায়। তাই, আমার আহবান থাকবে আজ তোমরা যারা এখানে উপস্থিত আছো কেউ যেন মাদক বা ক্ষতিকর প্রযুক্তিতে আসক্তি হবে না। আমরা সকলেই চাই আমাদের এই দেশ ও সমাজকে মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত করতে। আর এ কাজের প্রথম অংশিদার হলে তোমরা শিক্ষার্থীরা।

 

সোমবার সকালে ডুমুরিয়া কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফেরদৌস খান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিবিআই পুলিশ সুপার, খুলনা রেশমা শারমিন পিপিএম-সেবা।খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বীর মুক্তিযোদ্ধা মোবারক আলি ফাউন্ডেশনের আয়োজিত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এ্যাডভোকেট অলিউল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আহসানুর রহমান, রাকিবুজ্জামান সরদার, সহকারি অধ্যাপক জি এম মোফাজ্জেল হোসেন,মোঃ আজহারুল ইসলাম,শিক্ষার্থী গোবিন্দ ফৌজদার ও পূজা অধিকারী প্রমুখ।