Image

সৈয়দপুরে 'হ্যাঁ' ভোটের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্যাম্পেইন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সাথে অনুষ্ঠিত গণভোটে হাঁ ভোট দেয়ার পক্ষে জনসচেতনতা সৃষ্টিতে নীলফামারীর সৈয়দপুরে ক্যাম্পেইন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় পুলিশ বক্সের সামনে থেকে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়কের উভয় পাশের দোকানদার, পথচারী ও যানবাহন চালকদের মাঝে প্রচারপত্র (হ্যান্ডবিল) বিলি করা হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখ্য সমন্বয়ক একরামুল হক বিজয়ের নেতৃত্বে আয়োজিত ক্যাম্পেইনে জেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি এহসানুল হক সানি, রেড জুলাইয়ের আহবায়ক আলিফ তাহা, সদস্য সচিব তাহা, সারা খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। 

উদ্বোধনকালে জানানো হয়, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রয়োজনী রাষ্ট্রকাঠামো সংষ্কার এবং আগামীতে নতুন করে যেন আর কোন ফ্যাসিস্ট তৈরি হতে না পারে সেজন্য নীতিমালা প্রণয়নের জন্য গণভোটে হাঁ ভোট দেয়া খুবই জরুরি। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ নির্বাচনের দিন সাদা ও হলুদ রংয়ের পৃথক দুইটি ব্যালট পেপার দেয়া হবে। হলুদ রংয়ের ব্যালটটিতে হ্যাঁ ও না ভোট দেয়ার অপশন থাকবে। জুলাই সনদের আলোকে আগামীর বাংলাদেশ চালানোর সিদ্ধান্তে একমত হলে হ্যাঁ তে সিল দিতে হবে। এবিষয়ে অনেকে বুঝতে না পারায় এই ক্যাম্পেইনের মাধ্যমে তাদেরকে সচেতন করা হচ্ছে। 

উল্লেখ্য বাংলাদেশ নির্বাচন কমিশন হতে প্রকাশিত প্রচারপত্রে বলা হয়েছে, আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংষ্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংষ্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমুহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? (হ্যাঁ/না) প্রস্তাবনার বিষয়ে আরো ব্যাপক সচেতনতা কার্যক্রম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিটি পাড়া-মহল্লায় চালাবে বলে জানান ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা।