ভাওয়াইয়া গবেষনার মাধ্যমে দুই বাংলাকে মিলিয়ে দেবার আরেক নাম ডাক্তার মফিজুল ইসলাম মান্টু
- Nov 05 2025 02:48
পার্থ নিয়োগী: ডাক্তার মফিজুল ইসলাম মান্টু। পেশায় একজন চিকিৎসক। আর নেশায় একজন প্রকৃত ভাওয়াইয়া প্রেমী ও ভাওয়াইয়া গবেষক। ডাক্তারি পাশ করে বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসকের পেশায় নিযুক্ত ছিলেন। তবুও মনের থেকে কখন ভাওয়াইয়া গানের সাথে তার সম্পর্কের চিড় ধরেনি। বিদেশ থেকেই ভাওয়াইয়া জগতের সাথে ছিল তার যোগাযোগ। অবসরের পর আবার ফিরে এসেছেন রংপুরে। আর ফিরেই মজে গিয়েছেন ভাওয়াইয়া নিয়ে। ভাওয়াইয়া গান নিয়ে গবেষণার জন্য ছুটে বেড়ান দুই বাংলাতেই। ভাওয়াইয়া গান নিয়ে গবেষণার পাশাপাশি বাংলাদেশ বেতার রংপুর থেকে 'গাড়িয়াল বন্ধু’ শিরোনামে একটি জনপ্রিয় ভাওয়াইয়া গানের অনুষ্ঠানের সঞ্চালনাও করেছেন তিনি দীর্ঘদিন। ভাওয়াইয়া সংক্রান্ত কোন অনুষ্ঠান থাকলেই ছুটে যান সেখানে।
ভাওয়াইয়াকে নিয়ে তার গবেষণা সত্যি আমাদের সম্পদ। তার গবেষণায় ‘ লোকসঙ্গীত’ ‘ ভাওয়াইয়া’ ‘ জনস্বাস্থ্য’ ‘ বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ ‘ উপমহাদেশের ইতিহাস ঐতিহ্য’ নিয়ে প্রকাশনা আছে’। আর প্রকাশনাগুলোর মধ্যে অন্যতম হল ‘ ভাওয়াইয়া চর্চা ও লালন’ ‘ স্বাস্থ্য সেবার ইতিহাসে রংপুর’ ‘ বাঙালির মুক্তিযুদ্ধ ; ভাষা সংস্কৃতির সংগ্রাম’।
সবচেয়ে বড় কথা তিনি রংপুরে প্রাইভেট প্র্যাক্টিক্স করেন। অথচ কোন ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী রোগীদের কাছ থেকে তিনি ভিজিট নেননা। এতটাই তিনি ভাওয়াইয়া গানের প্রতি নিবেদিত প্রান। আর এভাবেই চলছে তার চিকিৎসক পেশার পাশাপাশি ভাওয়াইয়া গান নিয়ে গবেষণার কাজ। যা মিলিয়ে দিয়েছে দুই বাংলাকে।
আরো সংবাদ
কালিগঞ্জে ভাই ভাই কোল্ডস্টোরেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও এক কৃষকের অভিযোগ
- Nov 05 2025 02:48
হরতাল-অবরোধ-বিক্ষোভ: সাতক্ষীরা-৩ আসনে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি
- Nov 05 2025 02:48
ডুমুরিয়ায় শিক্ষার্থীদের মাদক বিরোধী র্যালি ও সমাবেশ
- Nov 05 2025 02:48
শ্যামনগরে মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজে অবৈধ নিয়োগ বাণিজ্য!
- Nov 05 2025 02:48
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





