বহুমুখী সাংস্কৃতিক প্রতিভায় সকলকে মুগ্ধ করছে কোচবিহারের মিনতি
- Nov 20 2025 20:02
পার্থ নিয়োগী: কোচবিহারের তুফানগঞ্জের বারোকোদালির মেয়ে মিনতি রাভা। বর্তমানে তুফানগঞ্জ কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী সে। এই অল্প বয়সেই সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে তার দক্ষতা সকলের প্রশংসা আদায় করে নিয়েছে।
২০১৫ সাল থেকে বারোকোদালির ভাওয়াইয়া সংগীত একাডেমী ও পরিষদ থেকে সে ভাওয়াইয়া গানের প্রশিক্ষন নেওয়া শুরু করে। এই সংস্থার প্রখ্যাত ভাওয়াইয়া প্রশিক্ষক যূথিকা সরকার ও জয়ন্ত বর্মণের কাছ থেকেই তার ভাওয়াইয়া গানের পাঠ নেওয়া। এরপর বিভিন্ন ভাওয়াইয়া গানের প্রতিযোগিতায় তার অংশ নেওয়া। ভাওয়াইয়া গানের জন্য পেয়েছে সে বহু পুরষ্কার। এর অন্যতম হল ব্লক ভাওয়াইয়া প্রতিযোগিতায় প্রথম পুরস্কার, ছাত্র যুব উৎসবের প্রথম পুরস্কার।
কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে সে পরিবেশন করে ভাওয়াইয়া গান। আব্বাসউদ্দিন আহমেদ ও প্রতিমা বড়ুয়াকে আদর্শ মানা মিনতি আকাশবানী শিলিগুড়ির ভাওয়াইয়া শিল্পী হিসেবে মনোনীত হয়েছেন। তবে শুধুমাত্র ভাওয়াইয়া গানের মধ্যেই থেমে থাকেনি মিনতি। বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রতিও তার আছে এক অমোঘ আকর্ষন। সেখান থেকেই দোতারা শেখা শুরু করেন। বর্তমানে দোতারা শিল্পী হিসেবেও যথেষ্ট সুনাম অর্জন করেছে সে। একই সাথে নৃত্য শিল্পী হিসেবেও তাঁর সুনাম আছে। একদিন বাড়িতে বসে ড্রাম বাজাচ্ছিল মিনতি। বেশ সুন্দর ছন্দে ড্রাম বাজাচ্ছিল সে। সেটা শুনে তার মায়ের খুব ভাল লাগে। পরের দিন তার মা গিয়ে মিনতির শিক্ষিকা যূথিকা সরকারের সাথে কথা বলে ঢোল শেখার প্রশিক্ষণে ভর্তি করে দেয়। আর আজ দেশী ঢোলের একজন গুণী শিল্পী মিনতি। বর্তমানে খুটি বাইজ নামে এক বিখ্যাত দেশী ঢোলের দলের সদস্য সে। আর এই খুটি বাইজের একমাত্র মহিলা দেশী ঢোলের শিল্পী সে।
সম্প্রতি কোচবিহার রাসমেলায় খুটি বাইজ দলের দেশী ঢোলের অনুষ্ঠান সকলের প্রশংসা আদায় করে নেয়। সামাজিক মাধ্যমের দৌলতে খুটি বাইজের অনুষ্ঠান বাংলাদেশেও বেশ চমক সৃষ্টি করছে। একইসাথে মিনতির বহুমুখী প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে বাংলাদেশের সংস্কৃতি প্রেমী মানুষজন। এমনই একজন হলেন কুড়িগ্রামের সাইফুল ইসলাম, তিনি বলেন ‘ আমাদের দুই বাংলার উত্তরাঞ্চলের লোক সংস্কৃতির এক আগামীর সম্পদ হচ্ছে মিনতি’। আর এত কিছু একসাথে কিভাবে সামলায় মিনতি? তা জানতে চাইলে সে জানায় ‘ আসলে সব কিছু ভালোবেসে করি, তাই হয়ে যায়’। আর আগামীতে ভাওয়াইয়া গান, দোতারা, নাচ, দেশী ঢোল সব নিয়েই জীবনে এগিয়ে চলাটাই একমাত্র লক্ষ মিনতির।
আরো সংবাদ
বহুমুখী সাংস্কৃতিক প্রতিভায় সকলকে মুগ্ধ করছে কোচবিহারের মিনতি
- Nov 20 2025 20:02
শ্যামনগরে সৌদি প্রবাসীর কষ্টার্জিত ৩৬ লক্ষ টাকা ফেরৎ পেতে সংবাদ সম্মেলন
- Nov 20 2025 20:02
সৈয়দপুরে আগুনে পুড়লো সাতটি পরিবারের সম্পদ : ২০ লাখ টাকার ক্ষতি
- Nov 20 2025 20:02
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





