
আনুলিয়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- Oct 30 2024 13:46
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : "খেলা ধুলায় বাড়ে বল ,মাদক ছেড়ে খেলতে চল"এই প্রতিপাদ্যর আলোকে আশাশুনি উপজেলার আনুলিয়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফুটবল টুর্নামেন্টে মহিষকুড় সূর্য সৈনিক সাতক্ষীরা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে ঝিনুক ফুটবল একাডেমী যশোর ফুটবল একাদশ বিজয়ী হয়। বুধবার বিকালে ভোলানাথপুর মনিপুর কজমো পলিটন ক্লাব মাঠে প্রাঙ্গনে দুই দলের জাঁকজমকপূর্ণ খেলায় অধিনায়ক রায়হান হোসেনের নেতৃত্বে প্রথম অর্ধের ১৫ মিনিটের মাথায় ঝিনুক ফুটবল একাডেমী যশোর ফুটবল একাদশের আজিজুল ইসলাম একমাত্র গোল করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। ভোলানাথপুর কজমো পলিটন ক্লাবের আয়োজনে খেলার শুভ উদ্বোধন করেন থানার অফিসার ইনচার নজরুল ইসলাম। ভোলানাথপুর মনিপুর কজ্মো পলিটন ক্লাবের সভাপতি ও ঢাকা এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ আবু হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (খুলনা) রবিউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক খায়রুল ইসলাম, গাজী মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আবু বকর সিদ্দিক, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শওকত হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির হারুনুর রশিদ, ইউপি সদস্য আমিরুল ইসলাম, আঞ্জুয়ারা খাতুন প্রমুখ। খেলা পরিচালনা করেন শাম্মু চৌধুরী, পিপুল খান ও একরামুজ্জামান রনি।খেলায় ধারাভাষ্যে ছিলেন ডাঃ রাজ ও আশরাফ হোসেন।খেলার প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস সহ অতিথিবৃন্দ বিজয়ী দলকে ২৫,০০০/= টাকা ও রানার্স আপ দলকে ১৫,০০০/= টাকা প্রাইজমানি প্রদান করেন।
আরো সংবাদ
১৪ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিএসএফ
- Oct 30 2024 13:46
মথুরেশপুর ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী
- Oct 30 2024 13:46
সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ পণ্য আটক
- Oct 30 2024 13:46
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July