
পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে কপিলমুনি চ্যাম্পিয়ন
- Feb 28 2025 15:25
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে কপিলমুনি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার বিকেলে উপজেলার লক্ষীখোলা কাগজীবাড়ি মাঠে লক্ষীখোলা বন্ধু মহল এ টুর্ণামেন্টের আয়োজন করে। ফাইনালে কপিলমুনি ফুটবল একাদশ ও মৌখালী ফুটবল একাদশের মধ্যে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মৌখালী ফুটবল একাদশ কে ৪-০ ব্যবধানে পরাজিত করে কপিলমুনি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। টুর্ণামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টার প্রোগ্রামার বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক আমিরুল ইসলাম কাগজী। উদ্বোধক অতিথি ছিলেন এলাকার বৃতি সন্তান নবনিযুক্ত সচিব মোঃ তৌহিদুর রহমান। জয় কাগজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরাফাত রহমান স্মৃতি সংসদ ঢাকা দক্ষিণ এর আহবায়ক মুজিবুর রহমান আনু ও ষোলআনা সমিতিরি পরিচালক সাংবাদিক আমিনুল ইসলাম বজলু। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুজ্জামান খোকন, নজরুল ইসলাম, প্রভাষক আবু রাসেল কাগজী, যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদার, নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংবাদিক আব্দুল আজিজ, এসএম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, রাবিদ মাহমুদ চঞ্চল, আসাদুল ইসলাম, সাবেক ব্যাংকার আব্দুল করিম, শাহীন গাজী, হারুনন, বিপ্লব ও আব্দুর রাজ্জাক সানা।
পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছার জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ৩২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সমিতির নিজস্ব কার্যালয়ে আলহাজ্ব কাজী আজিজুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান। সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি গাজী ফয়সাল রাশেদ জনি, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, পরিচালক শাহীন গাজী, মনিরুল ইসলাম, কেএম মোশাররফ হোসেন, নুরু গাজী, রাজীব কুমার মন্ডল, সেলিম শাহরিয়া, রাব্বু ইসলাম দিপু, সাংবাদিক মুহাম্মদ আমিনুল ইসলাম বজলু, বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অমরেশ কুমার মন্ডল, সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইলিয়াস হোসেন, শেখ মিজানুর রহমান, ঠিকাদারি কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সামাদ, পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুরাম মন্ডল, প্রভাষক জাহাঙ্গীর আলম, আলহাজ্ব ফয়সাল মাহমুদ অপু, স ম আব্দুর রব, আব্দুর রশীদ গাজী, আবুল কালাম আজাদ, রাম প্রসাদ মন্ডল,আব্দুল করিম, শংকর দত্ত, দীপক কুমার মন্ডল, শেখ আব্দুল আজিজ, উত্তম কুমার নাথ, প্রভাষক এস রোহতাব উদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম ও আনিসুর রহমান। সভায় সমিতির বার্ষিক হিসাব প্রদান সহ সভাপতির উন্নয়নে বিভিন্ন কর্ম পরিকল্পনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
আরো সংবাদ
সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের অভিযানে ৩ বখাটে গ্রেপ্তার
- Feb 28 2025 15:25
সৈয়দপুরে সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর
- Feb 28 2025 15:25
কালিগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু
- Feb 28 2025 15:25
সার্চ কমিটি গঠনে অনিয়ম: কালিগঞ্জ উপজেলা বিএনপি'র প্রতিবাদ সভা
- Feb 28 2025 15:25
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July