
সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল এর উদ্বোধন
- May 10 2025 17:03
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :নীলফামারীর সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৫ শুরু হয়েছে। প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর স্থানীয় রেলওয়ে বিভাগীয় ক্রীড়া সংস্থার মাঠে ওই খেলার আয়োজন করেছে।
শনিবার (১০ মে) বিকেল তিনটায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী, সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন,পৌর বিএনপির সভাপতি আলগাজ্ব রশিদুল হক সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার আমির শরফুদ্দিন খান প্রমুখ।
প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর'র আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসপিএল পরিচালনা কমিটির আহবায়ক মো. মনোয়ার হোসেন মনু। গতকাল শনিবার সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবলের উদ্বোধনী খেলায় সৈয়দপুর ফুটবল বয়েজ বনাম সৈয়দপুর ফুটবল এলিভেন পরস্পরের মুখোমুখি হয়। খেলাটি ১-১ গোলে ড্র হয়। সৈয়দপুর ফুটবল বয়েজ দলের নোমান ও সৈয়দপুর ফুটবল এলিভেন দলের লাবিব নিজ দলের পক্ষে একটি করে গোল করেন।
উদ্বোধলী খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দ্বিতীয় শ্রেণির রেফারী ও উপজেলার আইসঢাল খিয়ারপাড়া আলিম ও
ভোকেশনাল মাদ্রাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. শরিফুল ইসলাম। সহকারী রেফারী ছিলে ব্রজেন রায় এবং এ আর রহমান। চতুর্থ রেফারী ছিলেন বাঙ্গারীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুস সালাম মন্ডল।
উদ্বোধনী খেলাটি তীব্র তাপদাহ উপেক্ষা করে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক খেলাটি উপভোগ করেন। প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর আয়োজিত সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৫ এ উপজেলার ১২টি ফুটবল দল অংশ নিচ্ছে।
আরো সংবাদ
১৪ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিএসএফ
- May 10 2025 17:03
মথুরেশপুর ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী
- May 10 2025 17:03
সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ পণ্য আটক
- May 10 2025 17:03
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July