
শ্যামনগরের জয় কর্মকারকে এমবিবিএস ভর্তিতে সহায়তা করলেন ডিসি ও ইউএনও
- Feb 05 2025 13:25
এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন পাদদেশের মেধাবী ছাত্র জয় কর্মকার এমবিবিএস ভর্তি পরীক্ষায় ১১৮তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের অশোক কর্মকারের একমাত্র পুত্র জয় কর্মকার। তার পিতা অশোক কর্মকার কামারের দোকানে দিনমজুর হিসেবে স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র কে নিয়ে অতিকষ্টে সংসার পরিচালনা করে পুত্র জয় কে মেধাবী হিসেবে গড়ে তুলতে হিমশিম খাচ্ছেন। তার বড় বোন বিবাহিত হলেও অপর বোনের বিবাহ খরচ যোগাতে তার পরিবার দারুন দুঃশ্চিতা গ্রস্ত। হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন (হাইস্কুল) এর প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, ২০২২ সালে এসএসএসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে মেধাবী জয় কর্মকার "এ"প্লাস পেয়েছিল। ২০২৪ সালে এইচএস সি পরীক্ষায় খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে 'এ ' প্লাস পেয়েছিল। জয় কর্মকারের এ সাফল্যে সকলের নিকট প্রশংসিত হলে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এর নজরে আসে। হত দরিদ্র পরিবার থেকে এ ধরনের সাফল্যের সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমদ বিষয় টি জানতে তার লেখা পড়া খরচের জন্য ২০ হাজার টাকা এবং শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন উপজেলা পরিষদ থেকে ১৫ হাজার টাকা প্রদান করেন। মেধাবী জয় কর্মকার বলেন, সরকারি এ ধরনের সাহায্যে তার লেখা পড়ায় খরচ যোগাতে ব্যাপক উপকার আসবে। তার ভবিষ্যতে উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন সহ শ্যামনগরবাসী।
আরো সংবাদ
সৈয়দপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অগ্নিকান্ড
- Feb 05 2025 13:25
ডুমুরিয়ায় জমির দলিল নিয়ে অজিত চৌকিদারের আত্মহত্যা
- Feb 05 2025 13:25
ডুমুরিয়ায় অতিবৃষ্টি ও জােয়ারে ওঠা পানিতে বয়ারশিং-আঁধারমানিক প্লাবিত
- Feb 05 2025 13:25
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July