Image

সৈয়দপুরে হেলমেট না থাকায় ৯ মোটরসাইকেল চালকের জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুরে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে নয়জন মোটরসাইকেল চালকের জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে শহরের পাঁচমাথা মোড় ট্রাফিক বক্সের সামনে সেনাবাহিনীর সহযোগিতায় ট্রাফিক বিভাগের অভিযানে ওইসব জরিমানা আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক মাহফুজুল আলম। 

সুত্র জানায়, হেলমেট ছাড়া বাইক চালানো এবং দুইজনের অধিক তিনজন মোটরসাইকেল চড়া বেড়ে গেছে। এছাড়া বেপরোয়া হয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে অসংখ্য দূর্ঘটনাও ঘটছে। ফলে এসব নিয়ন্ত্রনে ট্রাফিক বিভাগ ওই অভিযান পরিচালনা করে। এসময় নয়জন জন মোটরসাইকেল চালকের বিভিন্ন অংকের জরিমানা করা হয়। তবে মোটরসাইকেল চালানো অবস্থায় যাদের হেলমেট এবং গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্র ছিল, তাদের প্রতি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে  ধন্যবাদ জ্ঞাপন করা হয়।  অভিযান চলাকালে এসময় সেনাবাহিনীর সদস্য ছাড়াও ট্রাফিক বিভাগের সার্জেন্ট সাদেকুর রহমান সুজনসহ ট্রাফিক বিভাগের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

জানতে চাইলে শহর ও যানবাহন পরিদর্শক (টিআই) মো. মাহফুজুল আলম বলেন, মোটরসাইকেল সহ যানবাহন চালকদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।