ডুমুরিয়ার আঠারমাইলে উচ্ছেদ অভিযান, সরকারি জমি উদ্ধার
- Apr 13 2025 13:11
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ার আঠারমাইলে সড়ক ও জনপথ বিভাগের (সওজ)'র সরকারি জায়গায় খুলনা সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক ঘেসে গড়ে ওঠা কাঁচা বাজার আড়তের সরকারি জমি উদ্ধার করা হয়েছে।
রবিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন,উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ আসাদুর রহমান।
এসময় তার সাথে ছিলেন সড়ক ও জনপথ বিভাগ খুলনার উপ-সহকারী প্রকৌশলী সাগর মন্ডল,নাজির কিরণ সাহা,নায়েব জাহাঙ্গীর হোসেন,সার্ভেয়ার মিজানুর রহমান,সার্ভেয়ার সাদ্দাম হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। এর ফলে ব্যস্থতম সড়কটিতে লেগে থাকা দীর্ঘ লাইনের যানজট নিরসন হবে। এর আগে সরকারি জায়গা দখল মুক্ত এবং সড়কের যানজট নিরসনের লক্ষে মহামান্য হাইকোর্টের এক আদেশে একাধিক বার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। তার পরও জায়গা দখলে করে রাখে কতিপয় কিছু ব্যবসায়ি।
উচ্ছেদ কালে সীমানা পিলার ও কাটাতার দিয়ে ঘেরা বেড়া দেয়া হয়েছে। যাতে করে পুনরায় অবৈধ দখলরা দখল করতে না পারে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা দখল করে দীর্ঘ ২৫ বছর যাবৎ মহাসড়কের পাশ ঘেসে ওঠা কাঁচামালের আড়ত পরিচালনা করে আসছিলেন একটি মহল। এতে প্রায় সময় সড়ক দুর্ঘটনার শিকার হত। অনেকে হতাহত ও হয়েছে। যানজট ও জনদুর্ভোগ লাঘবে সড়কের উপর থেকে আড়তটি সরিয়ে নিতে এবং সরকারি জায়গা উন্মুক্ত রাখতে স্থানীয় ব্যবসায়ি নুর ইসলাম শেখ (কোহিনূর) বাদী হয়ে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। জনস্বার্থে আদালত সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গায় দখল উচ্ছেদ পূর্বক উন্মুক্ত রাখতে স্থানীয় প্রশাসনকে ব্যাবস্থা নিতে আদেশ দেন। তার প্রেক্ষিতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
আরো সংবাদ
কালিগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- Apr 13 2025 13:11
শীতার্তদের মুখে হাসি ফোটালো সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব
- Apr 13 2025 13:11
হরিণটি পুনরায় সুন্দরবনে অবমুক্ত করল বন বিভাগ
- Apr 13 2025 13:11
সৈয়দপুরে বিএনপি কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা
- Apr 13 2025 13:11
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






