Image

ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সৈয়দপুরে মানববন্ধন ও সমাবেশ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ৯ বছরের শিশু শিক্ষার্থী ধর্ষণে জড়িত মোকছেদ আলী প্রামানিককে অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নাগরিক প্লাটফর্ম এর ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। 

 

শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে উপজেলা নাগরিক প্লাটফর্মের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক নারী পুরুষ অংশ নেন। এ সময় ধর্ষণে জড়িত ধর্ষক মোকছেদ আলীর (৫৬) গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় অংশগ্রহণকারীরা। 

 

মানববন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশে উপজেলা  নাগরিক প্লাটফর্মের আহবায়ক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সদস্য রুমানা বেগম, কৃষ্ণা বাসফোর, শিক্ষিকা হাসিনা বাণু, মো. পারভেজ, মায়া খাতুন প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ঘটনায় থানায় মামলা হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও সৈয়দপুর থানা পুলিশ এখনও অভিযুক্ত ধর্ষক মোকছেদ আলীকে গ্রেফতার করতে পারেননি। তারা অবিলম্বে ধর্ষক মোকছেদকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। অন্যথায় আগামীতে থানার সামনে অবস্থান করাসহ সড়ক অবরোধ কর্মসূচি পালনের হুঁশিয়ারি উচ্চারণ করেন ।

 

মানববন্ধন শেষে ধর্ষকের  গ্রেফতার ও বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একই দাবিতে গত বুধবার (৩ সেপ্টেম্বর) বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলির তহসিলদার পাড়ায় মানববন্ধন করে এলাকাবাসী।

 

এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ বলেন, মামলার তদন্ত আমি নিজেই তদারকি করছি। বর্তমানে আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতারে বিলম্ব হচ্ছে। তবে আসামীকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চলছে। 

 

উল্লেখ্য গত ২৯ আগস্ট দুপুরে উপজেলার দক্ষিণ সোনাখুলি তহসিলদার পাড়ার মৃত. বাসরা প্রামাণিকের ছেলে মোকছেদ আলী ৯ বছরের শিশু শিক্ষার্থীকে ফুসলিয়ে তার বাড়ি বাড়িতে নিয়ে যায়। পরে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ২০ টাকা হাতে দিয়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। একপর্যায়ে শিশুটি গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মাকে জানায়। পরে বাবা গত ১ সেপ্টেম্বর বাদী হয়ে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।